ঢাকা, রবিবার, ২২ ভাদ্র ১৪৩২, ০৭ সেপ্টেম্বর ২০২৫, ১৪ রবিউল আউয়াল ১৪৪৭

জাতীয়

সিলেটে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে লাইনম্যানের মৃত্যু

সিনিয়র করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ০১:২২, মে ৩, ২০১৯
সিলেটে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে লাইনম্যানের মৃত্যু

সিলেট: সিলেটের বিয়ানীবাজারে লাইন মেরামত করতে গিয়ে আরিফ আহমদ (৩০) নামে এক পল্লী বিদ্যুৎকর্মীর মৃত্যু হয়েছে।

আরিফ পল্লী বিদ্যুৎ সমিতি বিয়ানীবাজার জোনাল অফিসে লাইনম্যান হিসেবে কর্মরত ছিলেন।

বৃহস্পতিবার (২ মে) দুপুর দেড়টার দিকে উপজেলার লাউতা ইউনিয়নের উত্তর পাহাড়িয়া বহর গ্রামে এ ঘটনা ঘটে।

প্রত্যক্ষদর্শী ও পল্লী বিদ্যুৎ সমিতির সংশ্লিষ্টরা জানান, লাউতা ইউনিয়নের উত্তর পাহাড়িয়া বহর গ্রামে লাইন মেরামত করতে দিয়ে অসাবধানতাবশত তারের সঙ্গে জড়িয়ে পড়েন আরিফ। তাৎক্ষণিকভাবে স্থানীয়রা তাকে উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক মৃত ঘোষণা করেন।

বিয়ানীবাজার থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) অবনী শংকর কর বাংলানিউজকে বলেন, মরদেহ উদ্ধার করে ওসমানী মেডিকেল কলেজ হাসপাতাল মর্গে পাঠিয়েছে পুলিশ।
 
বাংলাদেশ সময়: ২১১৪ ঘণ্টা, মে ২, ২০১৯
এনইউ/ওএইচ/

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।