ঢাকা, রবিবার, ২২ ভাদ্র ১৪৩২, ০৭ সেপ্টেম্বর ২০২৫, ১৪ রবিউল আউয়াল ১৪৪৭

জাতীয়

পাবলিক টয়লেট ব্যবস্থাপনায় আউটসোর্সিংয়ের তাগিদ

স্টাফ করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ০০:২৫, মে ৩, ২০১৯
পাবলিক টয়লেট ব্যবস্থাপনায় আউটসোর্সিংয়ের তাগিদ

ঢাকা: ঢাকা শহরের আধুনিক পাবলিক টয়লেটগুলোর ব্যবস্থাপনার জন্য আউটসোর্সিং করার তাগিদ জানিয়েছেন বিশেষজ্ঞরা।

বৃহস্পতিবার (২ মে) রাজধানীর একটি হোটেলে দেশের পাবলিক টয়লেট পরিস্থিতি নিয়ে এক সেমিনারের আয়োজন করা হয়।  

আন্তর্জাতিক এনজিও সংস্থা ওয়াটার এইড এবং দৈনিক ভোরের কাগজের উদ্যোগে এ সেমিনারের আয়োজন করা হয়।

দৈনিক ভোরের কাগজের সম্পাদক শ্যামল দত্তের সঞ্চালনায় সেমিনারে বক্তব্য রাখেন বক্তব্য রাখেন- ঢাকা দক্ষিণ সিটি করপোরেশনের (ডিএসসিসি) মেয়র সাঈদ খোকন, ঢাকা উত্তর সিটি করপোরেশনের (ডিএনসিসি) মেয়র আতিকুল ইসলাম, সিলেট সিটি করপোরেশনের (এসসিসি) মেয়র আরিফুল হক চৌধুরী, খুলনা উন্নয়ন কর্তৃপক্ষের চেয়ারম্যান এএসএম মাহমুদ হাসান, ওয়াটার অ্যান্ড সুয়ারেজ অথরিটির (ওয়াসা) ব্যবস্থাপনা পরিচালক প্রকৌশলী তাকসিম এ খান এবং বাংলাদেশ ওয়াটার এইডের কান্ট্রি ডিরেক্টর মো. খায়রুল ইসলাম।

>>>পাবলিক টয়লেটগুলো ফাইভ স্টার হোটেলের মতো: মেয়র আতিক

সেমিনারে ডিএসসিসি মেয়র সাঈদ খোকন বলেন, আমরা ৫০টি পাবলিক টয়লেট নির্মাণের প্রকল্প হাতে নিয়েছিলাম। এগুলোর মধ্যে ৩২টির নির্মাণ কাজ সম্পন্ন হয়েছে। আমরা চেষ্টা করছি জনগণের আশা পূরণ করতে।

অন্যদিকে, এসব টয়লেট রক্ষণাবেক্ষণের জন্য তৃতীয় পক্ষকে আউটসোর্সিং করার আহ্বান জানান ওয়াসার এমডি প্রকৌশলী তাকসিম এ খান।

ওয়াসা প্রধানকে সমর্থন জানিয়ে ডিএনসিসি মেয়র আতিকুল ইসলাম বলেন, আমাদের শহরের অধিকাংশ টয়লেটই এখন উন্নতমানের। ফাইভ স্টার হোটেলের টয়লেটের মত। তবে সেগুলো নিজেদের ব্যবস্থাপনায় রক্ষণাবেক্ষণের চেয়ে আউটসোর্সিংয়ের মাধ্যমে রক্ষণাবেক্ষণ করা যেতে পারে। এতে জবাবদিহিতা আরও স্বচ্ছ হবে।

সেমিনারে আরও বক্তব্য দেন- ওয়াটার এইড সুইডেনের প্রধান নির্বাহী সিসিলিয়া চ্যাটার্জী মারটিনসেন, ঢাকাস্থ সুইডেন দূতাবাসের ফার্স্ট সেক্রেটারি লিসা এন্ডারসন এবং এক্সেস টু ইনফরমেশনের (এটুআই) প্রকল্প পরিচালক মুস্তাফিজুর রহমান।  

বাংলাদেশ সময়: ২০১৮ ঘণ্টা, মে ০২, ২০১৯
এসএইচএস/এনটি

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।