বৃহস্পতিবার (০২ মে) বিকেলে মেলা স্থগিতের বিষয়ে জানানো হয়।
রোহিঙ্গাদের কারণে নানাভাবে ক্ষতিগ্রস্ত স্থানীয় জনগোষ্ঠীর চাকরির সুযোগ বাড়াতে শনিবার (০৪ মে) উখিয়া উচ্চ বিদ্যালয় মাঠে দিনব্যাপী এ মেলা অনুষ্ঠিত হওয়ার কথা ছিলো।
কক্সবাজার জেলা প্রশাসক (ভারপ্রাপ্ত) মোহাম্মদ আশরাফুল আফসার বাংলানিউজকে জানান, ঘূর্ণিঝড় ফণীর প্রভাবে কক্সবাজারের বিভিন্ন এলাকা ক্ষতিগ্রস্ত হতে পারে। তাই সরকারি-বেসরকারি বিভিন্ন সংস্থাকে নিয়ে এ দুর্যোগ মোকাবেলায় প্রস্তুতি নেওয়া হচ্ছে। এমন পরিস্থিতির জন্য চাকরি ও দক্ষতা উন্নয়ন মেলা স্থগিত করা হয়েছে।
পরবর্তীতে আবহাওয়া পরিস্থিতি স্বাভাবিক হলে মেলার দিন ঘোষণা করা হবে বলে জানান তিনি।
বাংলাদেশ সময়: ১৯৫৩ ঘণ্টা, মে ০২, ২০১৯
এসবি/এনটি