ঢাকা, রবিবার, ২২ ভাদ্র ১৪৩২, ০৭ সেপ্টেম্বর ২০২৫, ১৪ রবিউল আউয়াল ১৪৪৭

জাতীয়

ইন্দোনেশিয়ায় বাংলাদেশি শিশুর মৃত্যুতে মোমেনের শোক 

ডিপ্লোম্যাটিক করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ২৩:৫৩, মে ২, ২০১৯
ইন্দোনেশিয়ায় বাংলাদেশি শিশুর মৃত্যুতে মোমেনের শোক  পররাষ্ট্রমন্ত্রী ড. এ কে আব্দুল মোমেন/ফাইল ফটো

ঢাকা: ইন্দোনেশিয়ার বালি দ্বীপে সুইমিংপুলের পানিতে ডুবে নিহত বাংলাদেশি শিশু আবনাওয়ার আল হেলালির মৃত্যুতে গভীর শোক প্রকাশ করেছেন পররাষ্ট্রমন্ত্রী ড. এ কে আব্দুল মোমেন। 

বৃহস্পতিবার (২ মে) পররাষ্ট্র মন্ত্রণালয় এক বিজ্ঞপ্তিতে জানায়, শিশুটির মৃত্যুর খবর পাওয়া মাত্রই জাকার্তার বাংলাদেশ মিশনের পক্ষ থেকে তার পরিবার, হাসপাতাল ও স্থানীয় কর্তৃপক্ষের সঙ্গে যোগাযোগ করে মরদেহ দ্রুত দেশে পাঠানোর প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হয়। শুক্রবার (৩ মে) শিশুটির মরদেহ দেশে পৌঁছাবে।

শোকবার্তায় পররাষ্ট্রমন্ত্রী শিশুটির শোকসন্তপ্ত পরিবারের প্রতি গভীর সমবেদনা জ্ঞাপন করেন। একই সঙ্গে তার বিদেহী আত্মার মাগফিরাত কামনা করেন।

বাংলাদেশ সময়: ১৯৫০ ঘণ্টা, মে ০২, ২০১৯
টিআর/এএ

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।