বৃহস্পতিবার (২ মে) পররাষ্ট্র মন্ত্রণালয় এক বিজ্ঞপ্তিতে জানায়, শিশুটির মৃত্যুর খবর পাওয়া মাত্রই জাকার্তার বাংলাদেশ মিশনের পক্ষ থেকে তার পরিবার, হাসপাতাল ও স্থানীয় কর্তৃপক্ষের সঙ্গে যোগাযোগ করে মরদেহ দ্রুত দেশে পাঠানোর প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হয়। শুক্রবার (৩ মে) শিশুটির মরদেহ দেশে পৌঁছাবে।
শোকবার্তায় পররাষ্ট্রমন্ত্রী শিশুটির শোকসন্তপ্ত পরিবারের প্রতি গভীর সমবেদনা জ্ঞাপন করেন। একই সঙ্গে তার বিদেহী আত্মার মাগফিরাত কামনা করেন।
বাংলাদেশ সময়: ১৯৫০ ঘণ্টা, মে ০২, ২০১৯
টিআর/এএ