ঢাকা, রবিবার, ২২ ভাদ্র ১৪৩২, ০৭ সেপ্টেম্বর ২০২৫, ১৪ রবিউল আউয়াল ১৪৪৭

জাতীয়

চকরিয়ায় বাস-কাভার্ডভ্যান সংঘর্ষে নিহত ১

স্টাফ করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ২৩:৪৬, মে ২, ২০১৯
চকরিয়ায় বাস-কাভার্ডভ্যান সংঘর্ষে নিহত ১

কক্সবাজার: কক্সবাজারের চকরিয়া উপজেলায় যাত্রীবাহী বাসের সঙ্গে কাভার্ডভ্যানের সংঘর্ষে মো. ফরমান (৩২) নামে এক ব্যক্তি নিহত হয়েছেন। 

নিহত ফরমান চট্টগ্রামের লোহাগাড়া উপজেলার রশিদ নগর এলাকার মোহাম্মদ হোছাইনের ছেলে। তিনি কাভার্ডভ্যান চালক ছিলেন।

বৃহস্পতিবার (২ মে) দুপুরে কক্সবাজার-চট্টগ্রাম মহাসড়কের চকরিয়ার ডুলাহাজারা ইউনিয়নের রিংভং ছগিরশাহ কাটা এলাকায় এ দুর্ঘটনা ঘটে।

ডুলাহাজারা মালুমঘাট হাইওয়ে পুলিশের ইনচার্জ (পুলিশ পরিদর্শক) আলমগীর হোসেন বাংলানিউজকে জানান, দুপুরে কক্সবাজার থেকে ছেড়ে আসা চট্টগ্রামমুখী একট সৌদিয়া পরিবহনের বাসের সঙ্গে কাভার্ডভ্যানের সংঘর্ষ হয়। এতে ঘটনাস্থলেই কাভার্ডভ্যান চালকের মৃত্যু হয়।

নিহত চালকের মরদেহ উদ্ধার এবং দুর্ঘটনাকবলিত যানবাহন দু’টি জব্দ করা হয়েছে বলেও জানান আলমগীর হোসেন।

বাংলাদেশ সময়: ১৯৪৪ ঘণ্টা, মে ২, ২০১৯
এসবি/ওএইচ/

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।