সুজন মিয়া গাজীপুর সিটি করপোরেশনের গাছা থানার গাছা ৩নম্বর কলোনি এলাকার আবু সালেকের ছেলে।
বৃহস্পতিবার (২ মে) দুপুরে শহীদ তাজউদ্দীন আহমদ মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তিনি মারা যান।
কাশিমপুর কেন্দ্রীয় কারাগার-২ এর ডেপুটি জেলার মো. মাসুদ হোসেন জানান, গাছা থানায় মাদক মামলায় হাজতি হিসেবে কারাগারে বন্দি ছিলো সুজন মিয়া। দুপুরে হঠাৎ অসুস্থ হয়ে পড়লে তাকে শহীদ তাজউদ্দীন আহমদ মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়। সেখানে চিকিৎসাধীন অবস্থায় সুজন মিয়া মারা যান।
বাংলাদেশ সময়: ১৯১৯ ঘণ্টা, মে ২, ২০১৯
আরএস/ওএইচ/