ঢাকা, রবিবার, ২২ ভাদ্র ১৪৩২, ০৭ সেপ্টেম্বর ২০২৫, ১৪ রবিউল আউয়াল ১৪৪৭

জাতীয়

কাশিমপুর কারাগারে হাজতির মৃত্যু

স্টাফ করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ২৩:২৪, মে ২, ২০১৯
কাশিমপুর কারাগারে হাজতির মৃত্যু কাশিমপুর কারাগার-২ (ফাইল ফটো)

গাজীপুর: গাজীপুরের কাশিমপুর কারাগার-২ এ বন্দি সুজন মিয়া (৪২) নামে এক হাজতির মৃত্যু হয়ে‌ছে।

সুজন মিয়া গাজীপুর সিটি করপোরেশনের গাছা থানার গাছা ৩নম্বর কলোনি এলাকার আবু সালেকের ছেলে।  

বৃহস্পতিবার (২ মে) দুপুরে শহীদ তাজউদ্দীন আহমদ মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তিনি মারা যান।

কাশিমপুর কেন্দ্রীয় কারাগার-২ এর ডেপুটি জেলার মো. মাসুদ হোসেন জানান, গাছা থানায় মাদক মামলায় হাজতি হিসেবে কারাগারে বন্দি ছিলো সুজন মিয়া। দুপুরে হঠাৎ অসুস্থ হয়ে পড়লে তাকে শহীদ তাজউদ্দীন আহমদ মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়। সেখানে চিকিৎসাধীন অবস্থায় সুজন মিয়া মারা যান।

বাংলাদেশ সময়: ১৯১৯ ঘণ্টা, মে ২, ২০১৯
আরএস/ওএইচ/

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।