বৃহস্পতিবার (২ মে) সকালে সদর উপজেলার পূর্ব বরাটি গ্রামে এ ঘটনা ঘটে। নিহত রানা সদর ওই গ্রামের আবু বকরের ছেলে।
পুলিশ ও স্থানীয়রা জানান, চোখে সমস্যার কারণে অধিক পাওয়ারের চশমা পড়তো রানা। কিছুদিন আগে চশমার একটি ফ্রেম ভেঙে যায়। ফ্রেম ঠিক করে দেওয়া বা নতুন চশমা কিনে দেওয়ার জন্য তার বাবা ও বড় ভাইকে তাগাদা দিয়ে আসছিলো রানা। কিন্তু তারা বিষয়টি গুরুত্ব দেয়নি। এতে ক্ষুব্ধ হয়ে বুধবার (১ মে) দিনগত রাতের কোনো এক সময় গলায় কাপড়ের বেল্ট পেঁচিয়ে ঘরের আড়ার সঙ্গে ঝুলে থাকে রানা। বৃহস্পতিবার (২ মে) সকালে পরিবারের লোকজন তাকে উদ্ধার করে কিশোরগঞ্জ ২৫০ শয্যা জেনারেল হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক মৃত ঘোষণা করেন।
কিশোরগঞ্জ মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আবুবকর সিদ্দিক বাংলানিউজকে এ তথ্য নিশ্চিত করেছেন।
বাংলাদেশ সময়: ১৮৪৮ ঘণ্টা, মে ০২, ২০১৯
জিপি