ঢাকা, রবিবার, ২২ ভাদ্র ১৪৩২, ০৭ সেপ্টেম্বর ২০২৫, ১৪ রবিউল আউয়াল ১৪৪৭

জাতীয়

মানসম্পন্ন পণ্য পেতে ভোক্তার সচেতন হতে হবে

| বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ২২:৪৬, মে ২, ২০১৯
মানসম্পন্ন পণ্য পেতে ভোক্তার সচেতন হতে হবে বাণিজ্যমন্ত্রী টিপু মুনশিম, ফাইল ফটো

ঢাকা: ন্যায্যমূল্যে মানসম্পন্ন পণ্য নিশ্চিত করতে ভোক্তাদের আরও সচেতন হতে হবে বলে জানিয়েছেন বাণিজ্যমন্ত্রী টিপু মুনশি।

তিনি বলেছেন, ভোক্তার ন্যায্য অধিকার নিশ্চিত করতে সরকার কাজ করে যাচ্ছে। কোনো ভোক্তাকে ঠকানো যাবে না।

এ জন্য বিভিন্ন অনুষ্ঠানের মাধ্যমে ভোক্তাকে সচেতন করে তোলা হচ্ছে। ভোক্তা সচেতন হলে ঠকার আশঙ্কা থাকে না।

বৃহস্পতিবার (০২ মে) ঢাকার বঙ্গবন্ধু আন্তর্জাতিক সম্মেলন কেন্দ্রে জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদফতর আয়োজিত বিশ্ব ভোক্তা দিবসের আলাচনা সভায় সভাপতির বক্তব্যে মন্ত্রী এ কথা বলেন।

এসময় টিপু মুনশি বলেন, উন্নত হতে হলে, দুর্নীতি মুক্ত হতে হবে। আমরা যদি নিজ নিজ অবস্থান থেকে দুর্নীতিমুক্ত হয়ে কাজ করি, তাহলে দেশ এগিয়ে নেওয়া কঠিন কাজ হবে না। ভোক্তার অধিকার সুরক্ষা করার জন্য সরকার ২০০৯ সালে জাতীয় ভোক্তা সংরক্ষণ অধিদফতর প্রতিষ্ঠা করে। ভোক্তার অধিকার রক্ষায় দেশব্যাপী অভিযান চালানো হচ্ছে। জেলা, উপজেলা এমনকি ইউনিয়ন পর্যায়েও ভোক্তা অধিকার সংরক্ষণ করার জন্য কমিটি গঠন করা হয়েছে। এছাড়া আগের চেয়ে এখন ভোক্তা অনেকটা সচেতন হয়েছে।

তিনি বলেন, ভোক্তা অধিকার আদায়ে এগিয়ে এলে কাজটি সহজ হয়। তাই আমরা প্রচেষ্টা চালাচ্ছি ভোক্তাকে সচেতন করে তোলার জন্য। ২০২১ সালে বাংলাদেশের মানুষের মাথাপিছু আয় দুই হাজার ৫০০ মার্কিন ডলার করার চেষ্টা চলছে। ২০৩০ সালের মধ্যে টেকসই উন্নয়ন লক্ষ্যমাত্রা (এসডিজি) সফলভাবে অর্জন করে ২০৪১ সালে উন্নত বাংলাদেশ গড়ার আমরা চেষ্টা করছি।

মন্ত্রী বলেন, বাংলাদেশটা আমাদের সবার। বিশ্ব দরবারে মাথা উঁচু করে দাঁড়ানোর জন্য আমাদের সবাইকে কাজ করতে হবে। সম্মিলিতভাবে কাজ করলে, কোনো কাজই কঠিন বা অসম্ভব নয়। ভোক্তার অধিকার প্রতিষ্ঠা হলে, নিরাপদ মানসম্পন্ন পণ্য নিশ্চিত হবে।

আলোচনা সভায় বক্তব্য রাখেন বাণিজ্য সচিব মফিজুল ইসলাম, কনজিউমারস অ্যাসোসিয়েশন অব বাংলাদেশ (ক্যাব) সভাপতি ও সাবেক সচিব গোলাম রহমান এবং জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদফতরের মহপরিচালক শফিকুল ইসলাম লস্কর।

এর আগে বিশ্ব ভোক্তা অধিকার দিবস উপলক্ষে জাতীয় সংসদের দক্ষিণ প্লাজা থেকে বাণিজ্যমন্ত্রী টিপু মুনশির নেতৃত্বে একটি বর্ণাঢ্য র‍্যালি বের করা হয়। র‍্যালিটি বঙ্গবন্ধু আন্তর্জাতিক সম্মেলন কেন্দ্রে গিয়ে শেষ হয়।

বিশ্ব ভোক্তা অধিকার উপলক্ষে রচনা প্রতিযোগিতায় বিশ্ববিদ্যালয়, কলেজ ও স্কুল পর্যায়ের বিজয়ীদের হাতে পুরস্কার তুলে দেন বাণিজ্যমন্ত্রী টিপু মুনশি।

বাংলাদেশ সময়: ১৮৪৩ ঘণ্টা, মে ০২, ২০১৯
জিসিজি/টিএ

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।