বৃহস্পতিবার (২ মে) পররাষ্ট্র মন্ত্রণালয় সূত্র এ তথ্য নিশ্চিত করেছে।
সূত্র জানায়, রোহিঙ্গা প্রত্যাবাসনের লক্ষ্যে গঠিত জেডাব্লিউজির চতুর্থ বৈঠকে যোগ দেওয়ার জন্য বাংলাদেশ প্রতিনিধিদল ঢাকা ত্যাগ করেছেন।
দু’দেশের পক্ষ থেকে আলোচনার মাধ্যমে গতবছর ১৫ নভেম্বর রোহিঙ্গা প্রত্যাবাসনের তারিখ চূড়ান্ত করা হয়েছিল। তবে উভয়পক্ষ প্রত্যাবাসন প্রক্রিয়া চূড়ান্ত করলেও শেষ পর্যন্ত কোনো রোহিঙ্গাকে মিয়ানমারে পাঠানো সম্ভব হয়নি। সে সময় থেকে রোহিঙ্গা প্রত্যাবাসন প্রক্রিয়া থেমে আছে। মিয়ানমারের নেপিদোয় আগামীকালের বৈঠকে রোহিঙ্গা প্রত্যাবাসন নিয়ে পুনরায় আলোচনা শুরু হবে। কীভাবে রোহিঙ্গাদের ফেরত পাঠানো যায়, সেটা নিয়ে উভয়পক্ষ আলোচনা করবে।
রোহিঙ্গা প্রত্যাবাসনের লক্ষ্যে দু’দেশের মধ্যে গঠিত জেডাব্লউজির প্রথম বৈঠক মিয়ানমারে গতবছর ১৫ জানুয়ারি অনুষ্ঠিত হয়েছিল। এর পরবর্তী দু’টি বৈঠক ঢাকায় অনুষ্ঠিত হয়। এবার চতুর্থ বৈঠক মিয়ানমারের নেপিদোয় অনুষ্ঠিত হতে চলেছে।
বাংলাদেশ সময়: ১৮০০ ঘণ্টা, মে ০২, ২০১৯
টিআর/এএ