ঢাকা, রবিবার, ২২ ভাদ্র ১৪৩২, ০৭ সেপ্টেম্বর ২০২৫, ১৪ রবিউল আউয়াল ১৪৪৭

জাতীয়

হোসেনপুরে বসতঘরে আগুন, পুড়ে মরলেন বৃদ্ধা

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ২১:২৩, মে ২, ২০১৯
হোসেনপুরে বসতঘরে আগুন, পুড়ে মরলেন বৃদ্ধা

কিশোরগঞ্জ: কিশোরগঞ্জের হোসেনপুর উপজেলায় বসতঘরে লাগা আগুনে পুড়ে রেজিয়া আক্তার (৬৫) নামে এক বৃদ্ধার মৃত্যু হয়েছে।

বৃহস্পতিবার (২ মে) দুপুরের দিকে উপজেলার সিদলা ইউনিয়নের সাহেবেরচর গ্রামে এ ঘটনা ঘটে। নিহত রেজিয়া ওই গ্রামের মৃত ফজলুল হকের স্ত্রী।

তিনি চার সন্তানের জননী।

স্থানীয়রা জানান, দুপুরে রান্না করার সময় বসতঘরে আগুন লাগে যায়। পরে আগুন পুরো ঘরে ছড়িয়ে পড়ে। এসময় ঘরে থাকা বৃদ্ধা রেজিয়া আক্তার আগুনে পুড়ে ঘটনাস্থলেই মারা যান।

খবর পেয়ে উপজেলা পরিষদের চেয়ারম্যান মোহাম্মদ সোহেল, উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) কমল কুমার ঘোষ, উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা দিলীপ দে ঘটনাস্থল পরিদর্শন করেন।

বাংলাদেশ সময়: ১৭২৩ ঘণ্টা, মে ০২, ২০১৯
জিপি

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।