পাশাপাশি জিয়াউদ্দিন আদিলকে ‘এশিয়া ওয়ান পারসন অফ দ্য ইয়ার’ অ্যাওয়ার্ড দিয়েছে সিঙ্গাপুরভিত্তিক নিউজ এজেন্সি এশিয়া ওয়ান। জিয়াউদ্দিন আদিল কঙ্গো প্রজাতন্ত্রের বাংলাদেশ কনস্যুলেটের কনসাল জেনারেল ও টপ অব মাইন্ডের সিইও।
বুধবার (১ মে) মধ্যপ্রাচ্যের দেশ আরব আমিরাতের দুবাইয়ে এশিয়ান বিজনেস অ্যান্ড সোশ্যাল ফোরাম ২০১৯ এর অধীনে তার হাতে অ্যাওয়ার্ড দুটি তুলে দেওয়া হয়। স্বাধীন ও নিরপেক্ষ বিচারকদের মাধ্যমে এশিয়ার ১৬ টি ইন্ডাস্ট্রির ৬২ টি সাব ক্যাটাগরিতে যাচাই-বাচাই করে তাকে নির্বাচিত করা হয়।
নিজ নিজ ক্ষেত্রে বিশেষ অবদানের স্বীকৃতিস্বরূপ ২০১৫ সাল থেকে নিউজ এজেন্সি এশিয়াওয়ান প্রতি বছর বিশ্বের বিভিন্ন প্রান্তের লিডার ও ব্যান্ডসগুলোকে এ সম্মাননা দিয়ে আসছে। এশিয়া ওয়ান এ বছরই প্রথমবারের মতো এজেন্সি সেক্টর থেকে কোনো লিডারকে এ সম্মাননা দিচ্ছে।
কঙ্গো প্রজাতন্ত্রের বাংলাদেশ কনস্যুলেটের কনসাল জেনারেলকে ইন্ডাস্ট্রিতে সফল নেতৃত্বের পাশাপাশি বিশ্বের ১০০ জন শ্রেষ্ঠ নেতার মধ্যে গেস্ট অব অনার ক্যাটাগরিতে এ সম্মাননা দেওয়া হয়।
পুরস্কার পাওয়ার বিষয়ে অনারারী কনসাল বলেন, ‘এ সম্মানজনক পুরস্কার পেয়ে আমি আনন্দিত ও সম্মানিত বোধ করছি। এ অঞ্চলের উন্নয়নের লক্ষ্যে শিল্প ও ভোক্তাদের জন্য সবসময় কাজ করার চেষ্টা আমার থাকে। আমি বিশ্বাস করি, নিশ্চয়ই এ মূল্যবান স্বীকৃতি আমাকে শিল্প ও ভোক্তাদের জন্য আরও ইতিবাচক মনোভাব নিয়ে কাজ করতে সাহায্য করবে। ’
অনুষ্ঠানে বিভিন্ন দেশের রাষ্ট্রদূত, কনস্যুল জেনারেল ও আরব আমিরাতের ব্যবসায়ী নেতারা উপস্থিত ছিলেন।
বাংলাদেশ সময়: ১৭০৩ ঘণ্টা, মে ২, ২০১৯
ওএইচ/