ঢাকা, রবিবার, ২২ ভাদ্র ১৪৩২, ০৭ সেপ্টেম্বর ২০২৫, ১৪ রবিউল আউয়াল ১৪৪৭

জাতীয়

শনিবার ঢাকায় শুরু হচ্ছে সপ্তম যাকাত ফেয়ার

নিউজ ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ২১:০৫, মে ২, ২০১৯
শনিবার ঢাকায় শুরু হচ্ছে সপ্তম যাকাত ফেয়ার

ঢাকা: ‘মেকিং এ ডিফারেন্স উইথ যাকাত’ শীর্ষক প্রতিপাদ্যকে সামনে রেখে আগামী ৪ মে (শনিবার) সপ্তমবারের মতো শুরু হচ্ছে দিনব্যাপী ‘যাকাত ফেয়ার ২০১৯’। 

সেদিন সকাল ১০টায় রাজধানীর ফার্মগেটে কৃষিবিদ ইন্সটিটিউশন বাংলাদেশ (কেআইবি) মিলনায়তনে এ ফেয়ারের উদ্বোধন করবেন পরিকল্পনামন্ত্রী এম এ মান্নান।

সেন্টার ফর যাকাত ম্যানেজমেন্টের (সিজেডএম) উদ্যোগে এই ফেয়ারে বিভিন্ন ইসলামিক প্রতিষ্ঠানের স্টলসহ যাকাত কনসালটেশন ডেস্ক ও বিভিন্ন ইসলামিক বইয়ের স্টল থাকবে।

 

এ নিয়ে বৃহস্পতিবার (২ মে) বেলা ১১টায় ঢাকা রিপোর্টার্স ইউনিটির (ডিআরইউ) সাগর-রুনি মিলনায়তনে আয়োজিত এক সংবাদ সম্মেলনে বিস্তারিত তুলে ধরেন ফেয়ার অর্গানাইজিং কমিটির সদস্য সচিব এ এম এম নাসির উদ্দিন।  

সংবাদ সম্মেলনে আরও উপস্থিত ছিলেন সেন্টার ফর যাকাত ম্যানেজমেন্টের চেয়ারম্যান নিয়াজ রহিম। যাকাত ফেয়ার সকাল ১০টা থেকে সন্ধ্যা ৬টা পর্যন্ত চলবে। এ ফেয়ার উন্মুক্ত থাকবে সবার জন্য।

এ এম এম নাসির উদ্দিন বলেন, সামাজিক ও অর্থনৈতিক উন্নয়ন এবং দারিদ্র্য দূরীকরণ প্রক্রিয়াকে ত্বরান্বিত করতে যাকাত ফেয়ারের আয়োজন করা হয়েছে।  

তিনি দেশের সুধীজন এবং বিত্তশালীসহ সংশ্লিষ্ট সবাইকে ব্যক্তিগত যাকাতের সঠিক হিসাব নিরূপণসহ ব্যবসায় যাকাত নির্ণয় (ক্যালকুলেশন) পদ্ধতিসহ বিস্তারিত জানতে ফেয়ার পরিদর্শন করার আহ্বান জানান।  

এবারের যাকাত ফেয়ার চলাকালে মোট চারটি অধিবেশন হবে। নারীদের জন্য থাকবে পৃথক ও বিশেষ প্রশ্নোত্তর সেশন। ‘আয় বৈষম্য দূরীকরণে যাকাত ও করের ভূমিকা’ শীর্ষক সেমিনার হবে সকাল ১০টায়। বেলা ৩টায় হবে ‘অর্থনীতিতে নৈতিকতার তাৎপর্য: প্রসঙ্গ যাকাত’ শীর্ষক গোলটেবিল বৈঠক।

বাংলাদেশ সময়: ১৬৫৫ ঘণ্টা, মে ০২, ২০১৯
এইচএ/

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।