বৃহস্পতিবার (০২ মে) সকালে চুয়াডাঙ্গা-ঝিনাইদহ সড়কের ডিঙ্গেদাহ বাজারে এ দুর্ঘটনা ঘটে।
নিহত কবির বিশ্বাস চুয়াডাঙ্গা পৌর এলাকার হাজরাহাটি গ্রামের রেজাউল বিশ্বাসের ছেলে।
প্রত্যক্ষদর্শীরা জানান, সকালে কবির বিশ্বাস করিমন নিয়ে সরোজগঞ্জ বাজার থেকে চুয়াডাঙ্গায় আসছিলেন। তিনি ডিঙ্গেদাহ বাজারের কাছাকাছি পৌঁছালে বিপরীত দিক থেকে আসা দ্রুতগামী একটি ট্রাক করিমনটিকে ধাক্কা দেয়। এতে ওই করিমন চালক গুরুতর আহত হন। স্থানীয়রা তাকে উদ্ধার করে চুয়াডাঙ্গা সদর হাসপাতালে ভর্তি করে। সেখানে চিকিৎসার কয়েক ঘণ্টা পর তিনি মারা যান।
চুয়াডাঙ্গা সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আবু জিহাদ ফকরুল আলম খাঁন বাংলানিউজকে জানান, এ ব্যাপারে আইনী ব্যবস্থা নেওয়া হচ্ছে।
বাংলাদেশ সময়: ১৫৪৩ ঘণ্টা, মে ০২, ২০১৯
এনটি