ঢাকা, শুক্রবার, ২০ ভাদ্র ১৪৩২, ০৫ সেপ্টেম্বর ২০২৫, ১২ রবিউল আউয়াল ১৪৪৭

জাতীয়

ডাকসু নির্বাচন

আচরণবিধি ভেঙে ক্লাসে প্রচারণা চালালেন এস এম ফরহাদ

ইউনিভার্সিটি করেসপন্ডেন্ট  | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ২২:৩১, সেপ্টেম্বর ৪, ২০২৫
আচরণবিধি ভেঙে ক্লাসে প্রচারণা চালালেন  এস এম ফরহাদ ক্লাসে গিয়ে প্রচারণা চালচ্ছেন ছাত্রশিবির সমর্থিত প্যানেলের জিএস প্রার্থী এস এম ফরহাদ। 

আচরণবিধি লঙ্ঘন করে ঢাকা বিশ্ববিদ্যালয়ের সমাজকল্যাণ ও গবেষণা ইনস্টিটিউটের প্রথম বর্ষের ক্লাসে গিয়ে প্রচারণা চালিয়েছেন ছাত্রশিবির সমর্থিত প্যানেলের জিএস প্রার্থী এস এম ফরহাদ।  

বৃহস্পতিবার (৪ সেপ্টেম্বর) সকাল সাড়ে ১০টার দিকে তিনি ক্লাসে যান এবং শিক্ষার্থীদের কাছে ভোট চান।

ক্লাসে প্রচারণার একটি ছবি বাংলানিউজের হাতে এসেছে।  

সেখানে এস এম ফরহাদের সঙ্গে একই প্যানেলের কার্যনির্বাহী সদস্য প্রার্থী বেলাল হোসাইন অপুও উপস্থিত ছিলেন।  

ডাকসুর আচরণবিধির ৬ ধারার চ উপধারা অনুযায়ী পাঠদান ও পরীক্ষা কার্যক্রম ব্যাহত হতে পারে এমন কোনো স্থানে (যেমন শ্রেণিকক্ষ, পাঠকক্ষ, পরীক্ষার হল ইত্যাদি) সভা/সমাবেশ বা নির্বাচনী প্রচারণা চালানো যাবে না। শ্রেণিকক্ষের ভেতরে ও করিডোরে মিছিল করা যাবে না।  

ক্লাসে উপস্থিত একাধিক শিক্ষার্থী জানিয়েছেন, ক্লাস চলাকালে এস এম ফরহাদ ক্লাসে প্রবেশ করেন এবং শিক্ষার্থীদের কাছে ভোট চান।

এসময় ক্লাসে উপস্থিত ছিলেন সমাজকল্যাণ ও গবেষণা ইনস্টিটিউটের শিক্ষক রনি মৃধা।  

এস এম ফরহাদ প্রচারণার জন্য ক্লাসে গিয়েছেন জানিয়ে তিনি বাংলানিউজকে বলেন, ক্লাসের অ্যাটেন্ডেন্স শুরু করিনি, তার আগে সে এসেছে। আমিও প্রবেশ করেছি, প্রায় একই সঙ্গে সে প্রবেশ করেছে।

এ বিষয়ে কথা বলতে এসএম ফরহাদের সঙ্গে মোবাইল ফোনে বেশ কয়েকবার যোগাযোগের চেষ্টা করেও তাকে পাওয়া যায়নি।  

এখনই বিষয়টি জেনেছেন জানিয়ে ডাকসুর আচরণবিধি সংক্রান্ত ট্রাস্কফোর্সের আহ্বায়ক গোলাম রব্বানী বাংলানিউজকে বলেন, বিষয়টি তিনি দেখবেন।  

এফএইচ/এমইউএম/আরএ

 

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।