বৃহস্পতিবার (২ মে) দুপুরের দিকে হাটিকুমরুল-বগুড়া মহাসড়কে উপজেলার ষোল মাইল এলাকায় এ দুর্ঘটনা ঘটে।
আহতদের বগুড়া শহীদ জিয়াউর রহমান মেডিকেল কলেজ হাসপাতাল ও রায়গঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে পাঠানো হয়েছে।
রায়গঞ্জ ফায়ার সার্ভিস অ্যান্ড সিভিল ডিফেন্সের দায়িত্বপ্রাপ্ত সাব অফিসার সিরাজুল ইসলাম বাংলানিউজকে বলেন, ঢাকা থেকে পঞ্চগড়গামী নাবিল পরিবহনের একটি যাত্রীবাহী বাস ষোল মাইল এলাকায় পৌঁছলে চালক নিয়ন্ত্রণ হারিয়ে রাস্তার পাশে উল্টে পড়ে যায়। খবর পেয়ে ঘটনাস্থলে পৌঁছে আহত অবস্থায় ২০ যাত্রীকে উদ্ধার করা হয়েছে।
আহতদের মধ্যে আশঙ্কাজনক অবস্থায় সাত জনকে বগুড়া শহীদ জিয়াউর রহমান মেডিকেল কলেজ হাসপাতাল ও ১৩ জনকে রায়গঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে পাঠানো হয়েছে।
বাংলাদেশ সময়: ১৫৪০ ঘণ্টা, মে ০২, ২০১৯
জিপি