বৃহস্পতিবার (২ মে) বেলা সাড়ে ১১টার দিকে এ দুর্ঘটনা ঘটে। নিহত গাফ্ফার জয়পুরহাট সদরের কড়ই মালো পাড়া গ্রামের বাসিন্দা এবং তিনি জয়পুরহাট সিদ্দিকিয়া কামিল মাদ্রাসার রাষ্ট্র বিজ্ঞানের প্রভাষক ছিলেন।
পুলিশ ও প্রত্যক্ষদর্শীরা জানান, মাদ্রাসা ছুটি পর মোটরসাইকেলে করে শহরের ব্যস্ততম অরক্ষিত রেলক্রসিং পার হচ্ছিলেন ওই প্রভাষক। এসময় পঞ্চগড় থেকে ছেড়ে আসা ঢাকাগামী ‘দ্রুতযান এক্সপ্রেস’ ট্রেনের সঙ্গে ধাক্কা লেগে ঘটনাস্থলেই তিনি মারা যান।
পরে খবর পেয়ে ফায়ার সার্ভিস ও রেলওয়ে পুলিশ মরদেহ উদ্ধার করে হাসপাতাল মর্গে পাঠিয়ে দেয়।
বাংলাদেশ সময়: ১৫০৫ ঘণ্টা, মে ০২, ২০১৯
জিপি