ঢাকা, বৃহস্পতিবার, ২০ ভাদ্র ১৪৩২, ০৪ সেপ্টেম্বর ২০২৫, ১১ রবিউল আউয়াল ১৪৪৭

জাতীয়

ঘূর্ণিঝড় ‘ফণী’ মোকাবিলায় প্রস্তুত চুয়াডাঙ্গা

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৭:৫৭, মে ২, ২০১৯
ঘূর্ণিঝড় ‘ফণী’ মোকাবিলায় প্রস্তুত চুয়াডাঙ্গা চুয়াডাঙ্গা জেলা প্রশাসনের জরুরি বৈঠক। ছবি: বাংলানিউজ

চুয়াডাঙ্গা: ঘূর্ণিঝড় ‘ফণী’র  আঘাত হানার আশঙ্কায় চুয়াডাঙ্গায় সতর্কতা জারি করা হয়েছে। সম্ভাব্য ক্ষতি মোকাবিলায় এরই মধ্যে সবধরনের প্রস্তুতি নিয়েছে জেলা প্রশাসন। জেলার সব সরকারি-বেসরকারি কর্মকর্তা-কর্মচারির ছুটি বাতিলসহ সব স্কুল-কলেজগুলোকে আশ্রয়কেন্দ্র হিসেবে ঘোষণা করা হয়েছে।

বৃহস্পতিবার (২ মে) সকাল ১১টায় চুয়াডাঙ্গা জেলা প্রশাসনের জরুরি বৈঠকে এ সতর্কতা জারিসহ এসব পদক্ষেপ নেওয়ার কথা জানানো হয়।  

বৈঠকে জেলা প্রশাসন, পুলিশ প্রশাসন, স্বাস্থ্য বিভাগ, ফায়ার সার্ভিস ও এনজিও প্রতিনিধিসহ প্রায় সব দফতরের কর্মকর্তারা উপস্থিত ছিলেন।

 

বৈঠকে জেলা প্রশাসক (ডিসি) গোপাল চন্দ্র দাস সভাপতিত্ব করেন। তিনি বলেন, বৃহস্পতিবার থেকেই সবধরনের সতর্কতা অবলম্বন করতে হবে। হাসপাতাল, ফায়ার সার্ভিস ও পুলিশ প্রশাসন সতর্ক থেকে প্রয়োজনীয় পদক্ষেপ নেবে। জেলার চারটি উপজেলার সব স্কুল-কলেজকে শেল্টারহোম ঘোষণা করা হয়েছে। এছাড়াও গ্রামাঞ্চলে অবস্থিত এনজিও ভবনগুলোও আশ্রয়কেন্দ্র হিসেবে ব্যবহার হবে।

বাংলাদেশ সময়: ১৩৫৫ ঘণ্টা, মে ০২, ২০১৯
এসআরএস

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।