বৃহস্পতিবার (২ মে) সকাল ১১টায় চুয়াডাঙ্গা জেলা প্রশাসনের জরুরি বৈঠকে এ সতর্কতা জারিসহ এসব পদক্ষেপ নেওয়ার কথা জানানো হয়।
বৈঠকে জেলা প্রশাসন, পুলিশ প্রশাসন, স্বাস্থ্য বিভাগ, ফায়ার সার্ভিস ও এনজিও প্রতিনিধিসহ প্রায় সব দফতরের কর্মকর্তারা উপস্থিত ছিলেন।
বৈঠকে জেলা প্রশাসক (ডিসি) গোপাল চন্দ্র দাস সভাপতিত্ব করেন। তিনি বলেন, বৃহস্পতিবার থেকেই সবধরনের সতর্কতা অবলম্বন করতে হবে। হাসপাতাল, ফায়ার সার্ভিস ও পুলিশ প্রশাসন সতর্ক থেকে প্রয়োজনীয় পদক্ষেপ নেবে। জেলার চারটি উপজেলার সব স্কুল-কলেজকে শেল্টারহোম ঘোষণা করা হয়েছে। এছাড়াও গ্রামাঞ্চলে অবস্থিত এনজিও ভবনগুলোও আশ্রয়কেন্দ্র হিসেবে ব্যবহার হবে।
বাংলাদেশ সময়: ১৩৫৫ ঘণ্টা, মে ০২, ২০১৯
এসআরএস