বৃহস্পতিবার (২ মে) উপজেলা প্রশাসনের ঊর্ধ্বতন কর্মকর্তা ও জনপ্রতিনিধিদের নিয়ে ঘূর্ণিঝড় ‘ফণী’ মোকাবিলায় আয়োজিত প্রস্তুতি সভায় এ তথ্য জানানো হয়।
উপজেলা নির্বাহী অফিসার মো. সোহেল পারভেজের সভাপতিত্বে সভায় অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন- সোনাগাজী পৌর মেয়র অ্যাডভোকেট রফিকুল ইসলাম খোকন, সোনাগাজী উপজেলা স্বাস্থ্য ও পরিবার-পরিকল্পনা কর্মকর্তা ডা. নুরুল আলম, আমিরাবাদ ইউপি চেয়ারম্যান জহিরুল আলম, চরচান্দিয়া ইউপি চেয়ারম্যান মোশারফ হোসেন মিলন, প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা মোহাম্মদ নোমানসহ বিভিন্ন দফতরের কর্মকর্তা ও সরকারি-বেসরকারি সংস্থার প্রতিনিধিরা।
উপজেলা নির্বাহী অফিসার মো. সোহেল পারভেজ বলেন, ঘূর্ণিঝড় ‘ফণী’ মোকাবিলায় সোনাগাজীর ৩৮ টি আশ্রয়কেন্দ্র প্রস্তুত রাখা হয়েছে। পাশাপাশি উপজেলায় একটি নিয়ন্ত্রণকক্ষ খোলা হয়েছে। এছাড়া ১৪টি চিকিৎসকদলও প্রস্তুত রাখা হয়েছে।
তিনি জানান, সব সরকারি কর্মকর্তা-কর্মচারীদের ছুটি বাতিলসহ রেড ক্রিসেন্ট, দমকল বাহিনী ও বেসরকারি উন্নয়ন সংস্থার স্বেচ্ছাসেবকদের প্রস্তুত থাকতে নির্দেশ দেওয়া হয়েছে।
বাংলাদেশ সময়: ১৩৩০ ঘণ্টা, মে ০২, ২০১৯
এসএইচডি/এসএ