ঢাকা, শুক্রবার, ২০ ভাদ্র ১৪৩২, ০৫ সেপ্টেম্বর ২০২৫, ১২ রবিউল আউয়াল ১৪৪৭

জাতীয়

রাজধানীতে পৃথক ঘটনায় দুইজনের মরদেহ উদ্ধার

সিনিয়র করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৭:০৭, মে ২, ২০১৯
রাজধানীতে পৃথক ঘটনায় দুইজনের মরদেহ উদ্ধার

ঢাকা: রাজধানীতে পৃথক ঘটনায় দুইজনের মরদেহ উদ্ধার করেছে পুলিশ।

বৃহস্পতিবার (০২ মে) ভোরে মরদেহগুলো উদ্ধার করে ময়নাতদন্তের জন্য শহীদ সোহরাওয়ার্দী মেডিকেল কলেজ হাসপাতাল মর্গে পাঠানো হয়।

বৃহস্পতিবার শাহআলী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. সালাউদ্দিন মিয়া বাংলানিউজকে জানান, বুধবার (০১ মে) মিরপুরের চিড়িয়াখানা রোড ৫৪ বক্সনগর এলাকার একটি রুম থেকে মানিকুর রহমান (৪২) নামে এক ব্যক্তির গলাকাটা মরদেহ উদ্ধার করা হয়।

তিনি আরও জানান, ওই এলাকায় একটি গাড়ির গ্যারেজের উপর ছোট একটি রুমে মালিকসহ মানিকুর থাকতেন। গত এক বছর ধরে গ্যারেজের মালিকের সঙ্গে মানিকুর পরিচয় ছিল। সেই সূত্র ধরে তারা একইসঙ্গে থাকতেন। খবর পেয়ে ওই রুমের বাথরুমের ভেতর থেকে গলাকাটা মরদেহ ও নিহতের হাতে থেকে একটি ছুরি উদ্ধার করা হয়। ঘটনার পর থেকে ওই রুমের মালিক পলাতক আছেন। নিহতের জাতীয় পরিচয়পত্রে স্থানীয় ঠিকানায় দেখা যায় শেরে বাংলা পশ্চিম কাটাসুর এলাকায় বাড়ি। কিন্তু পুলিশ সেখানে গিয়ে তার বাড়ির কোনো কিছুই জানতে পারিনি। বিস্তারিত ঘটনা পুলিশ খতিয়ে দেখছে।

এদিকে রাজধানীর তুরাগ দিয়াবাড়ি ১৫ নাম্বার সেক্টর ২ নং ব্রিজ সংলগ্ন একটি খাল থেকে লাজিন (১০) নামে এক শিশুর মরদেহ উদ্ধার করেছে ফায়ার সার্ভিসের ডুবুরি দল।

তুরাগ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি, অপারেশন) মো. দুলাল হোসেন বাংলানিউজকে জানান, শিশুটি তার পরিবারের সঙ্গে ওই এলাকায় থাকতো। বুধবার দুপুরে ওই খালে গোসল করতে গিয়ে পানিতে তলিয়ে যায়। পরে ফায়ার সার্ভিসের ডুবুরি দল তল্লাশি করে রাতে তার মরদেহ উদ্ধার করে। পরে পুলিশি আইনি প্রক্রিয়া সম্পন্নের পর বৃহস্পতিবার মরদেহ ময়নাতদন্তের শহীদ সোহরাওয়ার্দী মেডিকেল কলেজ হাসপাতাল মর্গে পাঠানো হয়।

ধারণা করা হচ্ছে পানিতে পড়ে শিশুটির মৃত্যু হয়েছে, তবুও ময়নাতদন্তের প্রতিবেদন পেলে মৃত্যুর কারণ জানা যাবে বলেও জানান পুলিশের ওই কর্মকর্তা।

বাংলাদেশ সময়: ১২৫৬ ঘণ্টা, মে ০২, ২০১৯
এজেডএস/এএটি

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।