ঢাকা, বৃহস্পতিবার, ২০ ভাদ্র ১৪৩২, ০৪ সেপ্টেম্বর ২০২৫, ১১ রবিউল আউয়াল ১৪৪৭

জাতীয়

ফণী মোকাবিলায় সর্বোচ্চ সতর্কতায় সরকার

স্পেশাল করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৭:০৬, মে ২, ২০১৯
ফণী মোকাবিলায় সর্বোচ্চ সতর্কতায় সরকার

ঢাকা: ঘূর্ণিঝড় ‘ফণী’ মোকাবিলায় সরকার সর্বোচ্চ সতর্কাবস্থা রয়েছে বলে জানিয়েছেন স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামাল।

বৃহস্পতিবার (০২ মে) স্বরাষ্ট্রমন্ত্রণালয়ের সম্মেলন কক্ষে অগ্নিনিরাপত্তা বিষয়ক এক বৈঠকের শুরুতে তিনি এ তথ্য জানান।

মন্ত্রী বলেন, ঘূর্ণিঝড় ফণীর তীব্রতা আরও বেড়েছে।

আজকের বৈঠকে আমরা এটা নিয়ে আলোচনা করবো। ঘূর্ণিঝড় মোকাবিলায় করণীয় ঠিক করা হবে। আমাদের জনগণ ও স্বেচ্ছাসেবক, সরকারি কর্মকর্তাসহ আমরা সবাই সচেতন আছি। দুর্যোগ মোকাবেলায় আমরা বিশ্বের অন্যতম রোল মডেল। জনগণ জানে কিভাবে এ ধরনের দুর্যোগ মোকাবিলা করতে হয়। আশা করি আমরা নিজেদের জান-মালসহ নিজেরা রক্ষা করতে পারবো।

তিনি জানান, আজ জেলায় জেলায় দুর্যোগ মোকাবিলায় বৈঠক হচ্ছে। উপজেলা পর্যায়েও বৈঠক হচ্ছে। ফায়ার ব্রিগেড, র‍্যাব, পুলিশ, আনসার, কোস্টগার্ড প্রস্তুত রয়েছে।

মন্ত্রী বলেন, জনগণ সাইক্লোন শেল্টারে আসার পরে আইনশৃঙ্খলা পরিস্থিতির যাতে কোনো অবনতি না হয়, পুলিশ, আনসার, কোস্টগার্ড সে বিষয়ে সতর্ক রয়েছে।

সরকারের পক্ষ থেকেও আজকের বৈঠকে কিছু নির্দেশনা দেওয়া হবে বলেও জানান তিনি।

মন্ত্রী বলেন, ক্ষয়ক্ষতি যতটা সম্ভব কমিয়ে আনার চেষ্টা অব্যাহত থাকবে।

ঘূর্ণিঝড় ফণী শুক্রবার বিকেল নাগাদ খুলনা উপকূলে আঘাত হানার সম্ভাবনা রয়েছে। এজন্য উপকূল জুড়ে সবাইকে সতর্ক করে মাইকিং করা হচ্ছে। মোংলা বন্দর, খুলনা ও তৎসংলগ্ন এলাকায় ৭ বিপদ সংকেত দেখাতে বলা হয়েছে।
 
বাংলাদেশ সময়: ১৩০০ ঘণ্টা, মে ০২, ২০১৯
আরএম/এসএইচ

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।