ঢাকা, বৃহস্পতিবার, ২০ ভাদ্র ১৪৩২, ০৪ সেপ্টেম্বর ২০২৫, ১১ রবিউল আউয়াল ১৪৪৭

জাতীয়

জঙ্গিবাদ রুখতে সতর্ক থাকার আহ্বান: মেয়র আতিকুল

স্টাফ করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৬:০৭, মে ২, ২০১৯
জঙ্গিবাদ রুখতে সতর্ক থাকার আহ্বান: মেয়র আতিকুল র‌্যালিতে ডিএনসিসির মেয়র আতিকুল ইসলাম। ছবি: বাংলানিউজ

ঢাকা: জঙ্গি ও সন্ত্রাসবাদ রুখতে সবাইকে সতর্ক থাকার আহ্বান জানিয়েছেন ঢাকা উত্তর সিটি করপোরেশনের (ডিএনসিসি) মেয়র আতিকুল ইসলাম।

বৃহস্পতিবার (০২ মে) রাজধানীর গুলশানে ‘জঙ্গিবাদ বিরোধী’ একটি র‌্যালি উদ্বোধনকালে প্রধান অতিথির বক্তব্যে তিনি এ আহ্বান জানান।

ডিএনসিসির মেয়র আতিকুল ইসলাম বলেন, সন্ত্রাস ও জঙ্গিবাদের বিরুদ্ধে আমাদের সবাইকে সজাগ থাকতে হবে।

আমরা যেখানে বাস করি তার আশেপাশের অবস্থা কী, সে বিষয়েও সতর্ক থাকতে হবে।

এ সময় স্বজনদের প্রতি খোঁজখবর রাখার আহ্বান জানিয়ে ঢাকা উত্তরের নগর পিতা বলেন, আমাদের আত্মীয়-স্বজন, বন্ধু-বান্ধব কে কোথায় আছে সেদিকেও খেয়াল রাখতে হবে। এখন সময় এসেছে কারোও বিষয়ে সন্দেহ থাকলে বা হলে সেই তথ্য আমাদেরকে জানাতে হবে।

সন্ত্রাসবাদ মোকাবেলায় বনানী সোসাইটি, গুলশান সোসাইটি একইসঙ্গে কাজ করছে। এভাবে দেশের সব জায়গায়, ইউনিয়ন পর্যায়েও সন্ত্রাসের বিরুদ্ধে সচেতন থাকতে হবে।

ঢাকা মহানগর পুলিশের গুলশান বিভাগের আয়োজিত এ র‌্যালিতে সভাপতিত্ব করেন গুলশান বিভাগের উপ-পুলিশ কমিশনার মোস্তাক আহমেদ।

এ সময় বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ডিএমপির অতিরিক্ত কমিশনার আব্দুর রাজ্জাক।

র‌্যালিতে গুলশান বিভাগের অধীন সব থানার পুলিশ কর্মকর্তা এবং সদস্যরা অংশগ্রহণ করেন।

র‌্যালিটি গুলশান থানা চত্বরে সামনে থেকে শুরু হয়। পরে র‌্যালিটি গুলশান ইয়ুথ ক্লাব ঘুরে আবার থানা চত্বরে এসে সম্পন্ন হয়।

বাংলাদেশ সময়: ১১৫৮ ঘণ্টা, মে ০২, ২০১৯
এসএইচএস/এএটি

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।