বৃহস্পতিবার (২ মে) সকাল ১১টায় বিয়ষটি নিশ্চিত করেছেন বিআইডব্লিউটিএ’র নৌ নিরাপত্তা ও ট্রাফিক ব্যবস্থাপনা বিভাগের উপ-পরিচালক এবং বরিশাল নদী বন্দর কর্মকর্তা আজমল হুদা সরকার মিঠু।
তিনি বলেন, পরবর্তী নির্দেশ দেওয়া পর্যন্ত সবধরনের নৌযান চলাচল বন্ধ থাকবে।
এদিকে, অতি প্রবল ঘূর্ণিঝড় ‘ফণী’র প্রভাবে মোংলা ও পায়রা সমুদ্র বন্দরসহ ভোলা, বরিশাল, পটুয়াখালী, ঝালকাঠি, পিরোজপুর, বরগুনা, খুলনা, বাগেরহাট ও সাতক্ষীরাকে সাত নম্বর বিপদ সংকেত এবং চট্টগ্রাম, নোয়াখালী, লক্ষ্মীপুর ও চাঁদপুরকে ছয় নম্বর বিপদ সংকেত দেখানোর নির্দেশ দিয়েছে আবহাওয়া অধিদফতর।
ইতোমধ্যে কর্মকর্তা-কর্মচারীদের ছুটি বাতিল করেছে বাংলাদেশ অভ্যন্তরীণ নৌ-পরিবহন কর্তৃপক্ষ (বিআইডব্লিউটিএ)।
বৃহস্পতিবার বিকেল ৫টায় দুর্যোগ ও ত্রাণ মন্ত্রণালয়ে জরুরি আন্তঃমন্ত্রণালয় বৈঠক ডাকা হয়েছে।
বাংলাদেশ সময়: ১১৩১ ঘণ্টা, মে ০২, ২০১৯
এসএ/