ঢাকা, বৃহস্পতিবার, ২০ ভাদ্র ১৪৩২, ০৪ সেপ্টেম্বর ২০২৫, ১১ রবিউল আউয়াল ১৪৪৭

জাতীয়

বাঘার মীরগঞ্জে বাস-নসিমন সংঘর্ষে নিহত ৩

সিনিয়র করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১১:৫৫, মে ২, ২০১৯
বাঘার মীরগঞ্জে বাস-নসিমন সংঘর্ষে নিহত ৩ যাত্রীবাহী বাস রাস্তার পাশের উল্টে আছে। ছবি: বাংলানিউজ

রাজশাহী: রাজশাহীর বাঘা উপজেলার মীরগঞ্জ বাজার এলাকায় বাস ও নসিমনের সংঘর্ষে বাস উল্টে হেলপার ও দু’জন নারীসহ মোট তিনজন নিহত হয়েছেন।

বৃহস্পতিবার (০২ মে) ভোর সাড়ে ছয়টার দিকে এ দুর্ঘটনা ঘটে।

নিহত তিনজন হলেন- দুর্ঘটনা কবলিত বাসের হেলপার বাঘা পৌর এলাকার শমসেরের ছেলে আব্দুল হানিফ (২৭), বাসের যাত্রী ওই উপজেলার মনিগ্রাম ইউনিয়নের মীরগঞ্জ বান্ডাবটতলা গ্রামের মনসুর রহমানের স্ত্রী মনোয়ারা বেগম (৪২) ও একই ইউনিয়নের হরিরামপুর দ্বারপাড়া গ্রামের পিয়ার উদ্দিনের স্ত্রী বাদল বেওয়া (৪৫)।

নিহতদের নিথর দেহ।  ছবি: বাংলানিউজরাজশাহীর বাঘা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মহসিন আলী বাংলানিউজকে জানান, সকাল সাড়ে ৬টার দিকে বাঘা বাসস্ট্যান্ড থেকে যাত্রী নিয়ে রাব্বী এন্টারপ্রাইজ (সিরাজগঞ্জ-ব-০৫) নামে একটি বাস রাজশাহীর উদ্দেশে রওয়ানা দেয়। পথে মীরগঞ্জ বাজার এলাকায় বিপরীত দিক থেকে আসা একটি নসিমনের মুখোমুখি সংঘর্ষ হয়। স্থানীয়দের সহায়তায় মরদেহ উদ্ধার করছে ফায়ার সার্ভিসের কর্মীরা।  ছবি: বাংলানিউজএ ঘটনায় বাসটি উল্টে যায়। এতে ঘটনাস্থলেই বাসের হেলপারসহ তিনজন নিহত ও আহত হন কমপক্ষে ১২ জন। পরে স্থানীয়দের সহযোগিতায় আহতদের উদ্ধার করে বাঘা ও চারঘাট উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়েছে। বর্তমানে মরদেহগুলো ও বাসটি উদ্ধারের প্রক্রিয়া চলছে।

উদ্ধারকাজ সম্পন্ন হলে মরদেহগুলো ময়নাতদন্তের জন্য রাজশাহী মেডিকেল কলেজ (রামেক) হাসপাতাল মর্গে পাঠানো হবে। এছাড়া এ ঘটনায় থানায় মামলা হবে বলেও জানান রাজশাহীর বাঘা থানার এই পুলিশ কর্মকর্তা।

বাংলাদেশ সময়: ০৭৫৫ ঘণ্টা, মে ০২, ২০১৯/আপডেট: ০৯০৩
এসএস/এমএমইউ/এএটি

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।