বুধবার (০১ মে) সন্ধ্যায় জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে দুর্যোগ ব্যবস্থাপনা কমিটি এ সভার আয়োজন করে।
লক্ষ্মীপুরের জেলা প্রশাসক অঞ্জন চন্দ্র পালের সভাপতিত্বে প্রশাসনের কর্মকর্তা, উপজেলা নির্বাহী কর্মকর্তা, পুলিশ, রেড ক্রিসেন্ট, ফায়ার সার্ভিস, কোস্টগার্ড ও সিপিডির কর্মকর্তারা এতে অংশগ্রহণ করেন।
লক্ষ্মীপুরে মেঘনা উপকূলবর্তী এলাকায় সব ধরনের মাছ ধরার নৌকা ও নৌ-চলাচল বন্ধ করা হয়েছে। বৃহষ্পতিবার সকাল থেকে চরগুলোর মানুষ ও গবাদিপশু নিরাপদ স্থানে সরিয়ে নেওয়া হবে।
দুর্যোগ মোকাবেলায় ৬৬টি মেডিকেল টিম প্রস্তুত রাখা হয়েছে। এছাড়া ৩৭৫ মেট্রিক টন চাল, দুই হাজার পাঁচশ’ বস্তাা বিস্কুট ও নগদ ৮ লাখ টাকা বরাদ্দ দেওয়া হয়েছে।
বাংলাদেশ সময় : ০৪০০ ঘণ্টা, মে ০২, ২০১৯
এসআর/একে