ঢাকা, বৃহস্পতিবার, ২০ ভাদ্র ১৪৩২, ০৪ সেপ্টেম্বর ২০২৫, ১১ রবিউল আউয়াল ১৪৪৭

জাতীয়

শার্শায় মোটরসাইকেল দুর্ঘটনায় চালক নিহত, আহত ২

| বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ০৪:৫৮, মে ২, ২০১৯
শার্শায় মোটরসাইকেল দুর্ঘটনায় চালক নিহত, আহত ২ নিহত মোটরসাইকেলচালক হাসান আলী। ছবি: বাংলানিউজ

বেনাপোল (যশোর): যশোরের শার্শায় মোটরসাইকেল দুর্ঘটনায় চালক হাসান আলী (২০) নিহত হয়েছেন। আহত হয়েছেন মোটরসাইকেলের দুই আরোহী।

বুধবার (১ মে) রাত নয়টার দিকে এ দুর্ঘটনা ঘটে।  

হাসান আলী শার্শা উপজেলার শিকারপুর গ্রামের মফিজুর রহমানের ছেলে।

আহতরা হলেন- রামচন্দ্রপুর গ্রামের জাহিদ হাসানের ছেলে মনিরুল ইসলাম (১৬) ও একই গ্রামের আলমগীর হোসেনের ছেলে হাসিব উদ্দিন (১৭)।

জানা যায়, বুধবার রাত নয়টার দিকে গোড়পাড়া-শিকারপুর সড়কের লক্ষণপুর এলাকায় মোটরসাইকেলটি নিয়ন্ত্রণ হারিয়ে রাস্তার পাশে গাছের সঙ্গে ধাক্কা লাগে। এসময় মোটরসাইকেলের চালক ও দুই আরোহী গুরুতর আহত হন।  

স্থানীয়রা তাদের উদ্ধার করে শার্শা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে চিকিৎসক হাসান আলীকে মৃত ঘোষণা করেন।  

আহত দু’জনের অবস্থা আশঙ্কাজনক হওয়ায় তাদের যশোর মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে বলে জানান শার্শা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের জরুরি বিভাগের চিকিৎসক ডাক্তার এনাম উদ্দিন শিপন।

বাংলাদেশ সময়: ০০৫৭ ঘণ্টা, মে ২, ২০১৯
একে/

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।