আমির হোসেন রামগড় বড়থলি পাড়া সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক ছিলেন। তিনি গুইমারা উপজেলার দার্জিলিংটিলা এলাকার ব্যবসায়ী সিরাজ মিয়ার ছেলে।
বুধবার (১ মে) বিকেলে ভূজপুরের আঁধারমানিক এলাকায় এ দুর্ঘটনা ঘটে।
পুলিশ ও প্রত্যক্ষদর্শী সূত্রে জানা গেছে, বিকেল সাড়ে ৩টার দিকে মোটরসাইকেলযোগে ফেনী থেকে গুইমারা নিজ বাড়িতে ফিরছিলেন আমির হোসেন। এসময় ভুজপুর থানার রামগড়-ফেনী সড়কের আধাঁরমানিক এলাকায় পৌঁছালে বিপরীত দিক থেকে আসা একটি সিএনজিচালিত অটোরিকশাকে সাইড দিতে গিয়ে নিয়ন্ত্রণ হারিয়ে রাস্তারপাশে গাছের সঙ্গে ধাক্কা লাগে। এতে তিনি গুরুতর আহত হন। তাৎক্ষণিকভাবে স্থানীয়রা তাকে উদ্ধার করে রামগড় উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক মৃত ঘোষণা করেন।
রামগড় থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি-তদন্ত) মো মনির হোসেন বাংলানিউজকে বলেন, নিহতের পরিবারের পক্ষ থেকে কোনো অভিযোগ না থাকায় ময়নাতদন্ত ছাড়াই পরিবারের কাছে মরদেহ হস্তান্তর করা হয়েছে।
বাংলাদেশ সময়: ২১১৬ ঘণ্টা, মে ১, ২০১৯
এডি/ওএইচ/