ঢাকা, বৃহস্পতিবার, ২০ ভাদ্র ১৪৩২, ০৪ সেপ্টেম্বর ২০২৫, ১১ রবিউল আউয়াল ১৪৪৭

জাতীয়

রাজধানীতে আনসার আল ইসলামের ৫ সদস্য আটক

স্টাফ করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ০০:৪১, মে ২, ২০১৯
রাজধানীতে আনসার আল ইসলামের ৫ সদস্য আটক আনসার আল ইসলামের লোগো

ঢাকা: রাজধানীর যাত্রাবাড়ী থানা এলাকায় অভিযান চালিয়ে নিষিদ্ধ ঘোষিত জঙ্গি সংগঠন আনসার আল ইসলামের পাঁচ সদস্যকে আটক করেছে ডিএমপির কাউন্টার টেরোরিজম অ্যান্ড ট্রান্সন্যাশনাল ক্রাইম (সিটিটিসি) ইউনিট।

আটকরা হলেন- মো. সাইফুল্লাহ (২৬), আব্দুল আলীম (২২), ফয়জুল্লাহ (১৮), জহিরুল ইসলাম (১৯) ও মাইনুদ্দীন ওরফে সজীব (১৯)।

মঙ্গলবার (৩০ এপ্রিল) দিনগত রাতে যাত্রাবাড়ী থানাধীন ছনটেক এলাকা থেকে তাদের গ্রেফতার করা হয়।

এসময় তাদের কাছ থেকে ২০টি ডেটোনেটর ও দু’টি চাপাতি উদ্ধার করা হয়েছে।

আটকদের প্রাথমিক জিজ্ঞাসাবাদের ভিত্তিতে ডিএমপির উপ-কমিশনার (ডিসি) মাসুদুর রহমান জানান, গ্রেফতাররা নাশকতামূলক কর্মকাণ্ডের উদ্দেশ্যে একত্রিত হয়েছিল। এ বিষয়ে যাত্রাবাড়ী থানায় একটি মামলা দায়ের করা হয়েছে।

বাংলাদেশ সময়: ২০৩৮ ঘণ্টা, মে ০১, ২০১৯
পিএম/এএ

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।