আটকরা হলেন- মো. সাইফুল্লাহ (২৬), আব্দুল আলীম (২২), ফয়জুল্লাহ (১৮), জহিরুল ইসলাম (১৯) ও মাইনুদ্দীন ওরফে সজীব (১৯)।
মঙ্গলবার (৩০ এপ্রিল) দিনগত রাতে যাত্রাবাড়ী থানাধীন ছনটেক এলাকা থেকে তাদের গ্রেফতার করা হয়।
আটকদের প্রাথমিক জিজ্ঞাসাবাদের ভিত্তিতে ডিএমপির উপ-কমিশনার (ডিসি) মাসুদুর রহমান জানান, গ্রেফতাররা নাশকতামূলক কর্মকাণ্ডের উদ্দেশ্যে একত্রিত হয়েছিল। এ বিষয়ে যাত্রাবাড়ী থানায় একটি মামলা দায়ের করা হয়েছে।
বাংলাদেশ সময়: ২০৩৮ ঘণ্টা, মে ০১, ২০১৯
পিএম/এএ