জেলেদের নদীতে নামাকে কেন্দ্র করে সরগরম হয়ে উঠেছে ইলিশের আড়ৎ ও মৎস্য ঘাটগুলো। জেলার বৃহৎ আড়ৎগুলোর মধ্যে ভোলার খাল, ইলিশা বিশ্বরোড, হাকিমুদ্দিসহ বিভিন্ন আড়ৎ ঘুরে দেখা গেছে, কেউ মাছ ধরছেন, কেউ প্যাকেজাত কেউ বা বরফ প্রস্তুত করেছেন।
ভোলা সদর সিনিয়র মৎস্য কর্মকর্তা মো. আসাদুজ্জামান বলেন, ইলিশের অভয়াশ্রমে সক্রিয় অভিযানের কারণে আমাদের ইলিশের লক্ষ্যমাত্রা অর্জিত হবে। এ বছর ইলিশ আহরণের লক্ষ্যমাত্রা ১ লাখ ২৫ হাজার মেট্রিক টন। ইলিশের অভয়াশ্রমের নিষেধাজ্ঞা শেষ হলেও ঝাটকা ধরা নিষেধ রয়েছে।
বাংলাদেশ সময়: ১৩৫৫ ঘণ্টা, মে ০১, ২০১৯
আরএ