ঢাকা, মঙ্গলবার, ১৭ ভাদ্র ১৪৩২, ০২ সেপ্টেম্বর ২০২৫, ০৯ রবিউল আউয়াল ১৪৪৭

জাতীয়

দুই মাস পর নদীতে ভোলার জেলেরা

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৭:৫৯, মে ১, ২০১৯
দুই মাস পর নদীতে ভোলার জেলেরা মাছ ধরতে নেমেছেন জেলেরা। ছবি: বাংলানিউজ

ভোলা: দুই মাসের নিষেধাজ্ঞা শেষে মাছ শিকারে নদীতে নেমেছেন ভোলার জেলেরা। বুধবার (১ মে) ভোর থেকেই জাল, ট্রলার, নৌকাসহ ইলিশ ধরার সরঞ্জাম নিয়ে তারা মেঘনা ও তেঁতুলিয়া নদীতে নেমে পড়েছেন। বেকার জেলেরা ফের কর্মব্যস্ত হয়ে পড়েছেন। 

জেলেদের নদীতে নামাকে কেন্দ্র করে সরগরম হয়ে উঠেছে ইলিশের আড়ৎ ও মৎস্য ঘাটগুলো। জেলার বৃহৎ আড়ৎগুলোর মধ্যে ভোলার খাল, ইলিশা বিশ্বরোড, হাকিমুদ্দিসহ বিভিন্ন আড়ৎ ঘুরে দেখা গেছে, কেউ মাছ ধরছেন, কেউ প্যাকেজাত কেউ বা বরফ প্রস্তুত করেছেন।

নদীতে আহরণকৃত মাছ ঘাটে আনার পর  ডাক দেয়া হয়। পরে নির্ধারিত দামে বিক্রি হয়।

ভোলা সদর সিনিয়র মৎস্য কর্মকর্তা মো. আসাদুজ্জামান বলেন, ইলিশের অভয়াশ্রমে সক্রিয় অভিযানের কারণে আমাদের ইলিশের লক্ষ্যমাত্রা অর্জিত হবে। এ বছর ইলিশ আহরণের লক্ষ্যমাত্রা ১ লাখ ২৫ হাজার মেট্রিক টন। ইলিশের অভয়াশ্রমের নিষেধাজ্ঞা শেষ হলেও ঝাটকা ধরা নিষেধ রয়েছে।

বাংলাদেশ সময়: ১৩৫৫ ঘণ্টা, মে ০১, ২০১৯

আরএ

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।