ঢাকা, মঙ্গলবার, ১৭ ভাদ্র ১৪৩২, ০২ সেপ্টেম্বর ২০২৫, ০৯ রবিউল আউয়াল ১৪৪৭

জাতীয়

ন্যায্য অধিকার আদায়ে শ্রমিক সমাবেশ

সিনিয়র করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৬:২৯, মে ১, ২০১৯
ন্যায্য অধিকার আদায়ে শ্রমিক সমাবেশ ন্যায্য অধিকার আদায়ের দাবিতে সমাবেশে নারী শ্রমিকরা। ছবি: ডিএইচ বাদল

ঢাকা: আট ঘণ্টা কাজের দাবি, বেতন কাঠামো, খাওয়া ও যাতায়াত বাবদ অর্থ বরাদ্দ, বাসা ভাড়া, চিকিৎসা ব্যয়ে সর্বশেষ যে বেতন কাঠামো নির্ধারণ করা হয়েছে তা বাড়ানোসহ বিভিন্ন দাবিতে সমাবেশ করছেন শ্রমিকরা।

বুধবার (০১ মে) মহান মে দিবস উপলক্ষে সকাল থেকেই জাতীয় প্রেসক্লাবে সামনে হাতে পোস্টার, ব্যানার, ফেস্টুন ও লাল পতাকা এবং মিছিল নিয়ে সমাবেশে জড়ো থাকেন শ্রমিকরা। এ সময় বিভিন্ন দাবি তুলে ধরছেন শ্রমিক ও পেশাজীবী সংগঠনগুলো।

 

এদিকে বেতনভাতা বাড়ানোসহ বিভিন্ন দাবি নিয়ে প্রেসক্লাবে সামনে উপস্থিত হয়েছেন সরকারি কলেজ ও বেসরকারি কর্মচারী ইউনিয়নের নেতাকর্মীরা।  

এ সংগঠনের সভাপতি দুলাল সরদার বাংলানিউজকে বলেন, বর্তমানে স্বল্পবেতন নিয়ে আমরা সংসার চালাতে পারছি না। একজন গার্মেন্টস শ্রমিকের নূন্যতম বেতন আট হাজার ৫০০ টাকা। অথচ আমরা পাচ্ছি ৫ হাজার টাকা। এই বেতন নিয়ে আমরা মানবেতর জীবনযাপন করছি। ন্যায্য অধিকার আদায়ের দাবিতে সমাবেশে শ্রমিকরা।  ছবি: ডিএইচ বাদলএদিকে ১৪ দফা দাবিতে বাংলাদেশ মফস্বল সাংবাদিক ফোরামের (বিএমএসএফ) সভাপতি শহিদুল ইসলাম পাইলট বলেন, সরকারের মাধ্যমে সাংবাদিকদের তালিকা করে আইডি নম্বর দিতে হবে। তালিকাভুক্ত সাংবাদিকদের মাসিক ভাতা দিতে হবে। ডিজিটাল নিরাপত্তা আইন সংশোধন ও তদন্তে দোষী প্রমাণিত হওয়ার আগ পর্যন্ত কোনো সাংবাদিককে গ্রেফতার করা যাবে না।

কর্মক্ষেত্রে নিরাপত্তা ও ঝুঁকি ভাতাসহ সাত দফা দাবি নিয়ে প্রেসক্লাবে এসেছেন ঢাকা ইলেকট্রিশিয়ান ওয়াকার্স ইউনিয়ন। এ সংগঠনের সভাপতি রুহুল আমিন হাওলাদার বলেন, আমাদের কাজ খুব ঝুঁকিপূর্ণ। জীবন হাতে আমাদের কাজ করতে হয় অথচ আমাদের ঝুঁকি ভাতা নাই। অবিলম্বে আমাদের ঝুঁকি ভাতা দিতে হবে। ন্যায্য অধিকার আদায়ের দাবিতে সমাবেশে নারী শ্রমিকরা।  ছবি: ডিএইচ বাদল ১৮৮৬ সালের পহেলা মে মার্কিন যুক্তরাষ্ট্রের শিকাগো শহরের হে মার্কেটের সামনে দৈনিক আট ঘণ্টা কাজের দাবিতে হাজার হাজার শ্রমিক জড়ো হয়েছিল। একইভাবে মহান মে দিবসে জাতীয় প্রেসক্লাবের সামনে নানা স্লোগান ও মিছিল নিয়ে হাজারো শ্রমিক মিলিত হন।  

বাংলাদেশ সময়: ১২২৫ ঘণ্টা, মে ০১, ২০১৯
এমআইএস/আরআইএস/        

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।