বুধবার (০১ মে) সকাল ১১টায় মরদেহ উদ্ধার করে ঢাকা মেডিকেল কলেজ (ঢামেক) হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে।
নিহত জন হলেন- হালিমা (১৪) ও রুবি (১৭)।
উত্তরা পশ্চিম থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) তপন চন্দ্র সাহা বাংলানিউজকে জানান, উত্তরার একটি ছয়তলা ভবনের ছয়তলায় গার্মেন্টস ব্যবসায়ী মাজেদের বাসায় দুই গৃহকর্মী কাজ করতেন। বাসার সিসি ক্যামেরায় দেখা যায় রাত সাড়ে ৩টার এদিকে দুই গৃহকর্মীর দরজা খুলে বাড়ির ছাদে চলে যায়। পরে পাশের একতলা ছাদ থেকে দুজনকে নিরাপত্তা কর্মীরা উদ্ধার করে উত্তরা ক্রিসেন্ট হাসপাতালে নিয়ে গেলে চিকিৎসক দুজনকে মৃত ঘোষণা করেন।
তিনি আরও জানান, যেহেতু সিসি ক্যামেরায় দেখা গিয়েছে তারা ছাদে গেছেন। ছাদ থেকে তারা লাফ দিয়েছেন নাকি অন্যকিছু বিষয়টি খতিয়ে দেখা হচ্ছে। তবে নিহতদের হাত ও পা ভাঙা ছিল। ময়নাতদন্তের জন্য মরদেহ ঢামেক হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে বলেও জানান ওসি তপন।
বাংলাদেশ সময়: ১১২২ ঘণ্টা, মে ০১, ২০১৯
এজেডএস/আরআইএস/