ঢাকা, বৃহস্পতিবার, ২০ ভাদ্র ১৪৩২, ০৪ সেপ্টেম্বর ২০২৫, ১১ রবিউল আউয়াল ১৪৪৭

জাতীয়

সৌদি আরবে সড়ক দুর্ঘটনায় বাংলাদেশির মৃত্যু

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৪:১৯, মে ১, ২০১৯
সৌদি আরবে সড়ক দুর্ঘটনায় বাংলাদেশির মৃত্যু দুর্ঘটনাস্থলে নিহত ফারুক

মাদারীপুর: সৌদি আরবের আল কাসিম শহরে সড়ক দুর্ঘটনায় মো.ফারুক ফকির (৫০) নামে সৌদি প্রবাসী এক ব্যক্তি মারা গেছেন।

নিহত ফারুক ফকির মাদারীপুর জেলার শিবচর উপজেলার শিরুয়াইল ইউনিয়নের উৎরাইল গ্রামের মইজুদ্দিন ফকিরের ছেলে।

মঙ্গলবার (৩০ এপ্রিল) বাংলাদেশ সময় সন্ধ্যায় এ সড়ক দুর্ঘটনা ঘটে।

 

সৌদি প্রবাসী সাংবাদিক শিবচরের এসএইচ হেমায়েত জানান, মো. ফারুক ফকির সন্ধ্যার পর কাজ শেষ করে মোটরসাইকেলে করে বাসায় ফিরছিলেন। পথে পেছন থেকে একটি প্রাইভেটকার মোটরসাইকেলটিকে ধাক্কা দিলে ঘটনাস্থলেই তার মৃত্যু হয়। নিহতের মরদেহ বর্তমানে সৌদি আরবের আল কাসিম আর রাজ জেনারেল হাসপাতালের হিমাগারে রয়েছে।

২০০৭ সালে ভাগ্যের পরিবর্তন আনতে তিনি সৌদি আরব যান। তার স্ত্রী, দুই মেয়ে ও এক ছেলে রয়েছে।

বাংলাদেশ সময়: ১০১৭ ঘণ্টা, মে ০১, ২০১৯
আরএ

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।