মঙ্গলবার (৩০ এপ্রিল) দিনগত রাত সাড়ে ১০টার দিকে জেলার গোদাগাড়ী উপজেলায় অভিযান চালিয়ে তাদের আটক করা হয়।
আটক দুই জেএমবি সদস্য হলেন- গোদাগাড়ী উপজেলার সাতকুণ্ডি গ্রামের এরশাদ মোড়লের ছেলে কামাল হোসেন (৪৪) ও দিয়াড়মানিক চক গ্রামের আমিনুল ইসলামের ছেলে সাইফুল ইসলাম (৩০)।
বুধবার (০১ মে) র্যাব-৫ এর কোম্পানি কমান্ডার এটিএম মাইনুল ইসলাম এ তথ্য নিশ্চিত করে জানান, জেএমবির এই দুই সক্রিয় সদস্যের কাছ থেকে তিনটি জিহাদি বই, একটি হ্যান্ডনোট বই, দু’টি লিফলেট, একটি মোবাইল সেট, তিনটি সিম কার্ড ও একটি মেমোরি কার্ড জব্দ করা হয়েছে।
আটকের পর তাদেরকে র্যাব-৫ এর সদর দফতরে নিয়ে গিয়ে ব্যাপক জিজ্ঞাসাবাদ করা হয়। বর্তমানে তাদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নেওয়ার প্রক্রিয়া চলছে বলেও জানান এই র্যাব কর্মকর্তা।
বাংলাদেশ সময়: ০৯৫৬ ঘণ্টা, মে ০১, ২০১৯/আপডেট: ১৩৫২ ঘণ্টা
এসএস/জেডএস