ঢাকা: রাজধানীর উওরা রাজউক কলেজের পাশের একটি এটিএম বুথের ভেতরে বোমা আছে বলে আতঙ্ক ছড়িয়ে পড়ে। মঙ্গলবার (৩০ এপ্রিল) দিনগত রাত ২টার দিকে এ ঘটনা ঘটে। খবর পেয়ে ঘটনাস্থলে ছুটে যায় বোম ডিসপোজাল ইউনিট।
উত্তরা জোনের ডিসি নাবিদ কামাল শৈবাল বাংলানিউজকে বলেন, বুথের ভেতরে একটি ওষুধের বক্সের মধ্যে ঘড়ির মতো টাইমার লাগানো ছিল। টাইমার দেখে বোমা সদৃশ্য বস্তু মনে হলেও বক্সটি খুলে কিছু ওষুধ পাওয়া গেছে।
বাংলাদেশ সময়: ০৬৫১ ঘণ্টা, মে ০১, ২০১৯
এজেডএস/এমএমআই/আরবি/
।
বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।