মঙ্গলবার (৩০ এপ্রিল) বিকেলে বরিশাল-ভোলা মহাসড়কে এ দুর্ঘটনা ঘটে। হারুন ভোলার চরফ্যাশন উপজেলার শাহে আলম মাঝির ছেলে।
বরিশাল বন্দর থানার উপ-পরিদর্শক (এসআই) মিলন বাংলানিউজকে জানান, বিকেলে লাহারহাট থেকে ভাড়ায়চালিত মোটরসাইকেলে করে নিহত হারুনসহ তিনজন বরিশালের দিকে আসছিলেন। পথে সাহেবেরহাট এলাকার গাজীবাড়ির সামনে এলে পেছন থেকে একটি ট্রাক মোটরসাইকেলটিকে ধাক্কা দেয়। এতে ঘটনাস্থলেই হারুনের মৃত্যু। এসময় আহত হাসনাইন। তাকে উদ্ধার করে বরিশাল শের-ই-বাংলা মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে।
তিনি আরও জানান, দুর্ঘটনার পর ট্রাক ও মোটরসাইকেল রেখে উভয় যানের চালক পালিয়ে গেছেন।
বাংলাদেশ সময়: ০৬০৩ ঘণ্টা, মে ০১, ২০১৯
এমএস/আরবি/