মঙ্গলবার (৩০ এপ্রিল) সন্ধ্যা সাড়ে ৭টার দিকে শহরের কোর্ট পয়েন্ট সংলগ্ন এলাকায় এ ঘটনা ঘটে।
প্রত্যক্ষদর্শী ও পুলিশ জানায়, মে দিবসকে সফল করতে হোটেল শ্রমিকদের সংগঠন প্রচার মিছিল বের করে শহরের কোর্ট পয়েন্ট গেলে দু’পক্ষের মধ্যে সংঘর্ষ বাধে।
সিলেট কোতোয়ালি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. সেলিম মিয়া বাংলানিউজকে বলেন, খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে। এ ঘটনায় উভয়পক্ষের আহত ৫/৬ জনকে ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে।
তিনি বলেন, উভয় সংগঠন সরকারি রেজিস্ট্রারভুক্ত। যার নম্বর ১৯৩৩ ও ২০৩৭। দু’টি গ্রুপের মারামারির ঘটনায় এজাহার দিলে ঘটনা খতিয়ে দেখে ব্যবস্থা নেওয়া হবে।
এদিকে, হামলার ঘটনায় উভয় সংগঠনের পক্ষ থেকে পাল্টা পাল্টি দোষারূপ করে অভিযোগ পাওয়া গেছে।
সিলেট জেলা হোটেল শ্রমিক ইউনিয়নের সভাপতি আরিফুল ইসলামের অভিযোগ, হামলাকারী সাদেক মিয়া, ময়না মিয়া, আলী হোসেন, জাকির হোসেন আর আনসার আলীকে ২০১৭ সালে দুর্নীতির দায়ে সংগঠন থেকে বহিষ্কার করা হয়। তারা হোটেল রেস্টুরেন্ট সুইটমিট শ্রমিক ফেডারেশনের (রেজি নম্বর-২০৩৭) সঙ্গে জড়িত হয়ে প্রচার মিছিলে হামলা চালায়।
অন্যদিকে হোটেল শ্রমিক ফেডারেশনের কেন্দ্রীয় যুগ্ম সম্পাদক এবং সিলেট বিভাগীয় কমিটির আহ্বায়ক দাবিদার সাদেক মিয়া বলেন, বাংলাদেশ হোটেল রেস্টুরেন্ট সুইটমিট শ্রমিক ফেডারেশন এ সংগঠনের অন্তর্ভুক্ত। ২০১৭ সালের ২২ সেপ্টেম্বর কেন্দ্রীয় নেতাদের উপস্থিতিতে আরিফুল ইসলাম, সফর আলী, পিন্টু, উজ্জ্বল,জমির, ইউসুফ, হারুনকে সংগঠন থেকে বহিষ্কার করা হয়। আজ তাদের নেতৃত্বেই প্রচার মিছিলে হামলা চালানো হয়েছে।
এ ঘটনায় উভয়পক্ষ মামলা দায়েরর প্রস্তুতি নিচ্ছে বলে জানা গেছে।
বাংলাদেশ সময়: ০৫৪৯ ঘণ্টা, মে ০১, ২০১৯
এনইউ/আরবি/