মঙ্গলবার (৩০ এপ্রিল) দুপুরে লোহাগড়া উপজেলাবাসীর ব্যানারে এ মিছিল-সমাবেশ অনুষ্ঠিত হয়। লোহাগড়ার বঙ্গবন্ধু ক্লাব থেকে মিছিলটি শুরু হয়ে উপজেলা সদরের প্রধান সড়ক ঘুরে উপজেলা পরিষদের সামনে গিয়ে শেষ হয়।
সমাবেশে বক্তব্য রাখেন লোহাগড়া উপজেলা আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক ও ভাইস চেয়ারম্যান কামাল হোসেন ভুইয়া, যুগ্ম সাধারণ সম্পাদক সরদার আবদুল হাই, বঙ্গবন্ধু ক্লাবের সভাপতি আশরাফুল আলম, যুবলীগ নেতা শেখ সদরউদ্দিন শামীম ও মোস্তফা কামাল, ছাত্রলীগ নেতা শেখ সগির উদ্দিন সনেট প্রমুখ।
বক্তারা বলেন, মাশরাফি যখন নড়াইলের উন্নয়নে ও সাধারণ মানুষের সেবা নিশ্চিত করতে কাজ শুরু করেছেন তখন এক শ্রেণির স্বার্থান্বেষী মহল তাকে হেয়প্রতিপন্ন করার চেষ্টা করছে। সামাজিক যোগাযোগ মাধ্যমে তার (মাশরাফির) বিরুদ্ধে নেতিবাচক মন্তব্যকারীদের আইনের আওতায় আনার দাবি করেন তারা।
২৫ এপ্রিল নড়াইল সদর হাসপাতলে ঝটিকা অভিযানে যান মাশরাফি। সেখানে গিয়ে ওই হাসপাতালে ৪ জন চিকিৎসক বিনা অনুমতিতে (ছুটি ছাড়া) অনুপস্থিত থাকার প্রমাণ পান। পরে বিনা অনুমতিতে হাসপাতালে অনুপস্থিতির কারণ দর্শানোর নোটিশের পাশাপাশি দায়িত্ব থেকে সরিয়ে দেয় স্বাস্থ্য ও পরিবার কল্যাণ মন্ত্রণালয়।
২৮ এপ্রিল (রোববার) স্বাস্থ্য ও পরিবার কল্যাণ মন্ত্রণালয়ের এক প্রজ্ঞাপনে ওই চিকিৎসকদের ওএসডি করে সাত কর্মদিবসের মধ্যে মহাখালীতে স্বাস্থ্য অধিদফতরে যোগ দিতে বলা হয়। এর একদিন পর (২৯) এপ্রিল আদেশ পরিবর্তন করে নতুন করে মন্ত্রনালয় থেকে ওই ৪ চিকিৎসককে সাময়িক বরখাস্ত করা হয়েছে।
হাসপাতাল পরিদর্শনের একটি ভিডিও সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়িয়ে পড়ার পর বিভিন্ন নেতিবাচক ও আপত্তিকর মন্তব্য শুরু হয়।
বাংলাদেশ সময়: ১৯২২ ঘণ্টা, এপ্রিল ৩০, ২০১৯
এসএইচ