ঢাকা, রবিবার, ১৬ ভাদ্র ১৪৩২, ৩১ আগস্ট ২০২৫, ০৭ রবিউল আউয়াল ১৪৪৭

জাতীয়

কলেজছাত্র মাসুমের রহস্যজনক মৃত্যুর সুষ্ঠু তদন্তের দাবি

সিনিয়র করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ২২:২৩, এপ্রিল ৩০, ২০১৯
কলেজছাত্র মাসুমের রহস্যজনক মৃত্যুর সুষ্ঠু তদন্তের দাবি মানববন্ধন, ছবি: বাংলানিউজ

ময়মনসিংহ: টাঙ্গাইল শহরের সরকারি মাওলানা মোহাম্মদ আলী (এমএম আলী) কলেজের উদ্ভিদ বিজ্ঞান বিভাগের চতুর্থবর্ষের ছাত্র মাজহারুল ইসলাম মাসুমের রহস্যজনক মৃত্যুর সুষ্ঠু তদন্তের দাবিতে ময়মনসিংহে মানববন্ধন অনুষ্ঠিত হয়েছে।

মঙ্গলবার (৩০ এপ্রিল) দুপুরে ঢাকা-ময়মনসিংহ মহাসড়কে ত্রিশাল বাসস্ট্যান্ড এলাকায় এ মানববন্ধন অনুষ্ঠিত হয়। এতে জাতীয় কবি কাজী নজরুল ইসলাম বিশ্ববিদ্যালয় ও ত্রিশাল সরকারি নজরুল কলেজসহ বিভিন্ন শিক্ষাপ্রতিষ্ঠানের শিক্ষার্থীরা অংশ নেন।

 

এসময় মানববন্ধনে বক্তব্য রাখেন- উপজেলা আওয়ামী লীগের যুগ্ম-আহ্বায়ক আশরাফুল ইসলাম, উপজেলা যুবলীগের সাবেক সাধারণ সম্পাদক হুমায়ুন কবির আকন্দ, ত্রিশাল পৌরসভার প্যানেল মেয়র মেহেদি হাসান নাছিম, মাসুমের বড় ভাই আব্দুল্লাহ আল মামুন প্রমুখ।

মানববন্ধন শেষে বিক্ষোব্ধ শিক্ষার্থীরা মহাসড়ক অবরোধ করতে চাইলে পুলিশ তাদের সরিয়ে দেয়।

মাসুম ময়নমসিংহের ত্রিশাল উপজেলার নামাপাড়া গ্রামের তাজুল ইসলামের ছেলে। সে এমএম আলী কলেজে পড়াশোনা করার সুবাদে টাঙ্গাইল শহরের থানাপাড়া শান্তিকুঞ্জ এলাকায় একটি মেসে থাকতো। শুক্রবার (২৬ এপ্রিল) রাতে ওই মেসের নিজকক্ষ থেকে গলায় ও দু’হাতে স্কচটেপ পেঁচানো অবস্থায় তার মরদেহ উদ্ধার করে পুলিশ।

বাংলাদেশ সময়: ১৮১৫ ঘণ্টা, এপ্রিল ৩০, ২০১৯
এমএএএম/ওএইচ/

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।