মঙ্গলবার (৩০ এপ্রিল) দুপুরে ভুরঘাটা বাসস্ট্যান্ড এলাকায় এ ঘটনা ঘটে। এসময় স্থানীয়রা তাকে আহতাবস্থায় উদ্ধার করে কালকিনি উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করে।
স্থানীয় সূত্রে জানা যায়, দুপুরে ভুরঘাটা বাসস্ট্যান্ড এলাকায় মোবাইল প্যান্টের পকেটে নিয়ে বসে ছিলো নবীন। এসময় তার পকেটে থাক ‘স্মাইল কোম্পানি’র অ্যান্ড্রয়েড মোবাইল ফোনটি হঠাৎ বিস্ফোরিত হয়। এতে তার কোমরের নিচ থেকে ডান পায়ের বিভিন্ন অংশ পুড়ে যায়।
কালকিনি উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের জরুরি বিভাগে চিকিৎসক জিয়াউদ্দিন বাংলানিউজকে জানান, মোবাইল ফোন বিস্ফোরণে আহত নবীনের পায়ের কিছু অংশ পুড়ে গেছে। সেখানে ব্যান্ডেজ করা হয়েছে। তবে উন্নত চিকিৎসার জন্য তাকে ঢাকায় পাঠানো হতে পারে।
বাংলাদেশ সময়: ১৭৪৯ ঘন্টা, এপ্রিল ৩০, ২০১৯
এসএইচ