ঢাকা, শনিবার, ১৫ ভাদ্র ১৪৩২, ৩০ আগস্ট ২০২৫, ০৬ রবিউল আউয়াল ১৪৪৭

জাতীয়

ট্রাফিক সচেতনতা বাড়াতে ইমামদের সহযোগিতার আহ্বান

স্টাফ করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ২০:২১, এপ্রিল ২৯, ২০১৯
ট্রাফিক সচেতনতা বাড়াতে ইমামদের সহযোগিতার আহ্বান মতবিনিময় সভা, ছবি: বাংলানিউজ

ঢাকা: রাজধানীবাসীর মধ্যে ট্রাফিক সচেতনতা বাড়াতে ইমামদের সহযোগিতার আহ্বান জানিয়েছে ঢাকা মহানগর পুলিশের (ডিএমপি) ট্রাফিক উত্তর বিভাগ।

এই লক্ষ্যে উত্তর বিভাগের আওতাধীন মসজিগুলোর ইমামদের সঙ্গে মতবিনিময় সভা করেছেন ট্রাফিকের উত্তর বিভাগের ঊর্ধ্বতন কর্মকর্তারা।

সোমবার (২৯ এপ্রিল) রাজধানীর নিকুঞ্জে বিভাগের কার্যালয়ে এ মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়।

এতে প্রধান বক্তা হিসেবে উপস্থিত ছিলেন ট্রাফিক উত্তর বিভাগের উপ-পুলিশ কমিশনার প্রবীর কুমার রায়। এছাড়া উপস্থিত ছিলেন বিভাগের অতিরিক্ত উপ-পুলিশ কমিশনার (এডিসি-প্রশাসন) কাজী রোমানা নাসরিন, এডিসি (গুলশান জোন) জাকির হোসেনসহ বিভাগীয় এলাকার প্রায় অর্ধশতাধিক মসজিদের ইমামরা।  

এসময়  সড়কে  দুর্ঘটনার কারণ, ট্রাফিক আইন ও সাইন, সড়ক দুর্ঘটনা রোধকল্পে করণীয়, নিরাপদে রাস্তা পারাপারে ফুটওভারব্রিজ, আন্ডারপাস, জেব্রাক্রসিং ব্যবহার করা ইত্যাদি  বিষয়ে আলোচনা হয়।

সভায় শুক্রবার জুমার নামাজের খুতবায় ও অন্যান্য নামাজের পর, নিরাপদে রাস্তা পারাপারে ফুটওভারব্রিজ, আন্ডারপাস, জেব্রাক্রসিং ব্যবহার করা, সড়ক দুর্ঘটনা রোধকল্পে করণীয় এবং ট্রাফিক আইন ও সাইন সম্পর্কে মুসল্লিদের সচেতন করার লক্ষ্যে বয়ান দেওয়ার জন্য বিভাগের পক্ষ থেকে ইমামদের প্রতি আহ্বান জানান প্রবীর কুমার রায়।

তিনি বলেন, ট্রাফিক ব্যবস্থা নিয়ন্ত্রণে ও সড়কে শৃঙ্খলা ফেরাতে হলে সবার আগে আমাদের সচেতন হতে হবে। এ কাজটি আপনারা (ইমাম) খুব ভালোভাবে করতে পারবেন। জুমার নামাজে অনেক মুসল্লি একত্রিত হয়। তখন সবাইকে বললে দ্রুত অনেকের মধ্যে সচেতনতামূলক বার্তা পৌঁছে যাবে।  

ভবিষ্যতেও সমাজের অন্যান্য জনগোষ্ঠীর মধ্যেও এমন সচেতনতামূলক কার্যক্রম পরিচালিত হবে বলেও জানান প্রবীর কুমার।  

বাংলাদেশ সময়: ১৬১১ ঘণ্টা, এপ্রিল ২৯, ২০১৯
ওএইচ/

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।