ঢাকা, শনিবার, ১৫ ভাদ্র ১৪৩২, ৩০ আগস্ট ২০২৫, ০৬ রবিউল আউয়াল ১৪৪৭

জাতীয়

উজিরপুরে স্কুলছাত্র নয়ন হত্যার বিচার দাবিতে মানববন্ধন

স্টাফ করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৯:৫৯, এপ্রিল ২৯, ২০১৯
উজিরপুরে স্কুলছাত্র নয়ন হত্যার বিচার দাবিতে মানববন্ধন মানববন্ধন, ছবি: বাংলানিউজ

বরিশাল: বরিশালের উজিরপুর উপজেলায় স্কুলছাত্র ইসরাফিল হাওলাদার নয়ন (১৫) হত্যার দাবিতে মানববন্ধন ও প্রতিবাদ সমাবেশ অনুষ্ঠিত হয়েছে।

ইসরাফিল হাওলাদার নয়ন স্থানীয় বামরাইল এবি মাধ্যামিক বিদ্যালয়ের দশম শ্রেণির ছাত্র ছিলো।  

সোমবার (২৯ এপ্রিল) দুপুরে ঢাকা-বরিশাল মহাসড়কের স্কুল সংলগ্ন বামরাইল বাসস্ট্রান্ডে ঘণ্টাব্যাপী এ মানববন্ধন ও প্রতিবাদ সমাবেশ অনুষ্ঠিত হয়।

এতে বিদ্যালয়ের শিক্ষক, শিক্ষার্থী, পরিচালনা কমিটি ও অভিভাবকরা অংশ নেন।

এসময় বিদ্যালয়ের প্রধান শিক্ষক মো. ইউসুফ হোসেনের সভাপতিত্বে প্রতিবাদ সমাবেশে অন্যান্যদের মধ্যে বক্তব্য রাখেন বিদ্যালয় ম্যানেজিং কমিটির সদস্য শাওন বালী, ইউনিয়ন পরিষদ (ইউপি) সদস্য শিল্পী বেগম প্রমুখ।

বক্তারা অনতিবিলম্বে স্কুলছাত্র ইসরাফিল হাওলাদার নয়নের হত্যাকারীদের গ্রেফতার করে দৃষ্টান্তমূলক শাস্তির দাবি করেন।

অপহরণের পর ২০ লাখ টাকা মুক্তিপণ দাবি করে না পেয়ে উপজেলার ভরসাকাঠী গ্রামের বাসিন্দা সোবাহান হাওলাদারের ছেলে দশম শ্রেণির ছাত্র ইসরাফিল হাওলাদার নয়নকে কুপিয়ে হত্যা করে দুর্বৃত্তরা। রোববার (২৮ এপ্রিল) সকালে বাবুগঞ্জ উপজেলার রমজানকাঠী এলাকা থেকে নয়নের বস্তাবন্দি মরদেহ উদ্ধার করে পুলিশ। এ ঘটনায় জড়িত সন্দেহে পুলিশ তিনজনকে আটক করেছে।

বাংলাদেশ সময়: ১৫৫৫ ঘণ্টা, এপ্রিল ২৯, ২০১৯
এমএস/ওএইচ/

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।