ঢাকা, শনিবার, ১৫ ভাদ্র ১৪৩২, ৩০ আগস্ট ২০২৫, ০৬ রবিউল আউয়াল ১৪৪৭

জাতীয়

যৌতুক মামলায় পুলিশ সদস্য কারাগারে

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৯:৩২, এপ্রিল ২৯, ২০১৯
যৌতুক মামলায় পুলিশ সদস্য কারাগারে

চাঁপাইনবাবগঞ্জ: চাঁপাইনবাবগঞ্জে নারী নির্যাতন মামলায় মো. উজির আলী নামে এক পুলিশ সদস্যের তিন বছরের সশ্রম কারাদণ্ড, ১০ হাজার টাকা জরিমানা অনাদায়ে আরও তিন মাসের বিনাশ্রম কারাদণ্ড দিয়েছেন আদালত।

সোমবার (২৯ এপ্রিল) দুপুরে নারী ও শিশু নির্যাতন দমন ট্রাইব্যুনাল-২, চাঁপাইনবাবগঞ্জের বিচারক মো. শওকত আলী এ রায় দেন।

দণ্ডপ্রাপ্ত পুলিশ সদস্য মো. উজির আলী জেলার শিবগঞ্জ উপজেলার শাহবাজপুর ইউনিয়নের হাজারবীঘী গ্রামের মো. রবিউল ইসলামের ছেলে।

তিনি পুলিশ সদস্য উজির আলী ঢাকায় পুলিশ ব্যুরো অব ইনভেস্টিগেশন পিবিআই হেড কোয়ার্টারে কর্মরত ছিলেন।  

মামলার বিবরণে জানা যায়, ২০১২ সালের ১২ জুন চাঁপাইনবাবগঞ্জ সদর উপজেলার বালিয়াডাঙ্গা ইউনিয়নের তালপুকুর আশ্রয়ন গুচ্ছগ্রামের মৃত শাহিন আলীর মেয়ে শাহনাজ খাতুনের সঙ্গে উজির আলীর বিয়ে হয়। বিয়ের পর দুই দফায় উজির আলীকে ৩ লাখ ১০ হাজার টাকার যৌতুক দেওয়া হয়। পরে উজির আলী আরও ১ লাখ টাকার যৌতুক দাবি করেন। মেয়ের পরিবার টাকা না দেওয়ায় প্রায়ই শাহনাজ খাতুনকে নির্যাতন করতেন উজির আলী। এ ঘটনায় শাহনাজ বাদী হয়ে স্বামীর বিরুদ্ধে ২০১৮ সালের ১৬ জানুয়ারি নারী ও শিশু নির্যাতন দমন ট্রাইব্যুনালে যৌতুক বিরোধী আইনে মামলা করেন।

আদালত মামলা আমলে নিয়ে সদর মডেল থানাকে এজাহার হিসেবে গণ্য করতে আদেশ দেন। ২০১৮ সালের ১৭ এপ্রিল তৎকালীন সদর মডেল থানার উপ-পুলিশ পরিদর্শক রনি সাহা উজির আলীর বিরুদ্ধে আদালতে অভিযোগপত্র দাখিল করেন। সাক্ষ্য প্রমাণাদি শেষে সোমবার দুপুরে বিচারক এ রায় দেন।  

বাংলাদেশ সময়: ১৫২৬ ঘণ্টা, এপ্রিল ২৯, ২০১৯
এনটি

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।