ঢাকা, মঙ্গলবার, ১৭ ভাদ্র ১৪৩২, ০২ সেপ্টেম্বর ২০২৫, ০৯ রবিউল আউয়াল ১৪৪৭

জাতীয়

রূপগঞ্জের শীর্ষ সন্ত্রাসী মোহাম্মদ আলী গ্রেফতার

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ০৯:১৫, এপ্রিল ২৯, ২০১৯
রূপগঞ্জের শীর্ষ সন্ত্রাসী মোহাম্মদ আলী গ্রেফতার

নারায়ণগঞ্জ: নারায়ণগঞ্জের রূপগঞ্জে চনপাড়া এলাকায় অভিযান চালিয়ে বিস্ফোরক ও ধর্ষণসহ একাধিক মামলার ওয়ারেন্টভুক্ত পলাতক আসামি ও শীর্ষ সন্ত্রাসী মোহাম্মদ আলীকে(২৮) গ্রেফতার করেছে র‍্যাপিড অ্যাকশন ব্যাটালিয়নের (র‌্যাব) সদস্যরা। 

রোববার (২৮ এপ্রিল) র‌্যাব-১ এর এক প্রেস ব্রিফিংয়ে এ তথ্য জানানো হয়। গ্রেফতার মোহাম্মদ আলী চনপাড়া এলাকার কালাচাঁনের ছেলে।

র‍্যাব জানায়, আসামিকে ব্যাপক জিজ্ঞাসাবাদে জানা যায়— তিনি চনপাড়া পুনর্বাসন কেন্দ্র এলাকায় চাঞ্চল্যকর খোরশেদ হত্যা, আলোচিত আরজু আক্তার ধর্ষণসহ সন্ত্রাসী, চাঁদাবাজি ও মাদক মামলার আসামি। তার সন্ত্রাসী কার্যকলাপ, চুরি সিন্ডিকেট, ভয়ভীতি প্রদর্শন, প্রাণনাশের হুমকির কারণে চনপাড়া পুনর্বাসন কেন্দ্র এলাকায় বসবাসকারী সাধারণ মানুষ অতিষ্ঠ হয়ে পড়েছে।  

দীর্ঘদিন ধরে চনপাড়া এলাকায় আধিপত্য বজায় রেখে মোহাম্মদ আলী তার সন্ত্রাসী কার্যক্রম ও মাদক বিক্রি চালিয়ে যাচ্ছে। সাধারণ মানুষ ভয়ে তার অপরাধ কার্যকলাপের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নিতে সাহস পাচ্ছে না। তার বিরুদ্ধে বিস্ফোরক ও ধর্ষণ মামলায় গ্রেফতারি পরোয়ানা জারি হলেও তিনি কৌশলে আইন-শৃঙ্খলা বাহিনীর গ্রেফতার এড়িয়ে একের পর এক অপরাধ কার্যক্রম চালিয়ে যাচ্ছিল।

বাংলাদেশ সময়: ০৫১৫ ঘণ্টা, এপ্রিল ২৯, ২০১৯
জিপি

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।