রোববার (২৮ এপ্রিল) র্যাব-১ এর এক প্রেস ব্রিফিংয়ে এ তথ্য জানানো হয়। গ্রেফতার মোহাম্মদ আলী চনপাড়া এলাকার কালাচাঁনের ছেলে।
র্যাব জানায়, আসামিকে ব্যাপক জিজ্ঞাসাবাদে জানা যায়— তিনি চনপাড়া পুনর্বাসন কেন্দ্র এলাকায় চাঞ্চল্যকর খোরশেদ হত্যা, আলোচিত আরজু আক্তার ধর্ষণসহ সন্ত্রাসী, চাঁদাবাজি ও মাদক মামলার আসামি। তার সন্ত্রাসী কার্যকলাপ, চুরি সিন্ডিকেট, ভয়ভীতি প্রদর্শন, প্রাণনাশের হুমকির কারণে চনপাড়া পুনর্বাসন কেন্দ্র এলাকায় বসবাসকারী সাধারণ মানুষ অতিষ্ঠ হয়ে পড়েছে।
দীর্ঘদিন ধরে চনপাড়া এলাকায় আধিপত্য বজায় রেখে মোহাম্মদ আলী তার সন্ত্রাসী কার্যক্রম ও মাদক বিক্রি চালিয়ে যাচ্ছে। সাধারণ মানুষ ভয়ে তার অপরাধ কার্যকলাপের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নিতে সাহস পাচ্ছে না। তার বিরুদ্ধে বিস্ফোরক ও ধর্ষণ মামলায় গ্রেফতারি পরোয়ানা জারি হলেও তিনি কৌশলে আইন-শৃঙ্খলা বাহিনীর গ্রেফতার এড়িয়ে একের পর এক অপরাধ কার্যক্রম চালিয়ে যাচ্ছিল।
বাংলাদেশ সময়: ০৫১৫ ঘণ্টা, এপ্রিল ২৯, ২০১৯
জিপি