ঢাকা, মঙ্গলবার, ১৭ ভাদ্র ১৪৩২, ০২ সেপ্টেম্বর ২০২৫, ০৯ রবিউল আউয়াল ১৪৪৭

জাতীয়

বরিশালে স্কুলছাত্রীসহ ২ জনের মৃত্যু

স্টাফ করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ০৮:২২, এপ্রিল ২৯, ২০১৯
বরিশালে স্কুলছাত্রীসহ ২ জনের মৃত্যু

বরিশাল: বরিশালে পৃথক ঘটনায় এক স্কুলছাত্রীসহ দুই জনের মৃত্যুর ঘটনা ঘটেছে। এরমধ্যে রোববার (২৮ এপ্রিল) সন্ধ্যায় বরিশাল নগরের জর্ডন রোডে রাজিন কবির বুশরা (১৪) নামে এক স্কুলছাত্রী আত্মহত্যা করেছে।

সে বরগুনা জেলার বেতাগী উপজেলার ওমর ফারুকের মেয়ে। অষ্টম শ্রেণির ওই ছাত্রী জর্ডন রোডে পরিবারের সঙ্গে ভাড়া বাসায় থাকতো।

জানা যায়, মোবাইল ফোন কিনে না দেওয়ায় পরিবারের সঙ্গে অভিমান করে বুশরা গলায় ফাঁস দিয়ে আত্মহত্যা করেছে।

বরিশাল কোতোয়ালি মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) নুরুল ইসলাম মৃত্যুর বিষয়টি নিশ্চিত করে বলেন, ময়না-তদন্তের জন্য মরদেহ বরিশাল শের-ই- বাংলা মেডিকেল কলেজ (শেবাচিম) হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে।  

এদিকে বরিশাল জেলার গৌরনদীতে কাভার্ড ভ্যানের চাপায় কাওসার বেপারী (২৫) নামে মোটরসাইকেল আরোহী নিহত হয়েছেন। রোববার রাত সাড়ে ৯টার দিকে গৌরনদীর কটকস্থল এলাকায় এ দুর্ঘটনা ঘটে। নিহত কাওসার ভূরঘাটা এলাকার বেল্লাল বেপারীর ছেলে। তিনি সাকুরা পরিবহনের সুপারভাইজার হিসেবে কর্মরত ছিলেন।

স্থানীয়রা জানান, ঢাকা-বরিশাল মহাসড়ক দিয়ে গৌরনদী উপজেলা সদর থেকে ভূরঘাটার দিকে যাচ্ছিলো কাওসার। কটকস্থল এলাকায় পৌঁছালে একটি কাভার্ড ভ্যান মোটরসাইকেলটিকে ধাক্কা দিলে ঘটনাস্থলেই তার মৃত্যু হয়।

বাংলাদেশ সময়: ০৪২২ ঘণ্টা, এপ্রিল ২৯, ২০১৯
এমএস/জিপি

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।