ঢাকা, মঙ্গলবার, ১৭ ভাদ্র ১৪৩২, ০২ সেপ্টেম্বর ২০২৫, ০৯ রবিউল আউয়াল ১৪৪৭

জাতীয়

গাংনীতে মায়ের কোল থেকে পড়ে শিশুর মৃত্যু

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ০৮:০৬, এপ্রিল ২৯, ২০১৯
গাংনীতে মায়ের কোল থেকে পড়ে শিশুর মৃত্যু

মেহেরপুর: ব্যাটারিচালিত ইজিবাইকে ওড়না পেঁচিয়ে মায়ের কোল থেকে পড়ে আছিয়া আক্তার মিষ্টি নামে চার বছরের এক শিশুর মৃত্যু হয়েছে। 

রোববার (২৮ এপ্রিল) রাত সাড়ে ৮টার দিকে মেহেরপুর-কুষ্টিয়া সড়কের পোড়াপাড়া এলাকায় এ দুর্ঘটনা ঘটে। নিহত মিষ্টি গাংনী পৌর শহরের মহিলা কলেজ মোড়ের মফিজুল ইসলামের মেয়ে।

নিহত শিশুর দাদা বাবর আলী বাংলানিউজকে জানান, মিষ্টি তার মায়ের সঙ্গে মেহেরপুর থেকে চোখের ডাক্তার দেখিয়ে ব্যাটারিচালিত ইজিবাইকে করে গাংনীতে ফিরছিল। পোড়াপাড়া এলাকায় পৌঁছালে ইজিবাইকের চাকার সঙ্গে তার মায়ের ওড়না জড়িয়ে যায়। এসময় মায়ের কোল থেকে মিষ্টি রাস্তায় পড়ে ঘটনাস্থলেই মারা যায়।

এ ঘটনায় ওই পরিবারের মধ্যে শোকের ছায়া নেমে এসেছে।

বাংলাদেশ সময়: ০৪০৬ ঘণ্টা, এপ্রিল ২৯, ২০১৯
জিপি

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।