রোববার (২৮ এপ্রিল) রাত সাড়ে ৮টার দিকে মেহেরপুর-কুষ্টিয়া সড়কের পোড়াপাড়া এলাকায় এ দুর্ঘটনা ঘটে। নিহত মিষ্টি গাংনী পৌর শহরের মহিলা কলেজ মোড়ের মফিজুল ইসলামের মেয়ে।
নিহত শিশুর দাদা বাবর আলী বাংলানিউজকে জানান, মিষ্টি তার মায়ের সঙ্গে মেহেরপুর থেকে চোখের ডাক্তার দেখিয়ে ব্যাটারিচালিত ইজিবাইকে করে গাংনীতে ফিরছিল। পোড়াপাড়া এলাকায় পৌঁছালে ইজিবাইকের চাকার সঙ্গে তার মায়ের ওড়না জড়িয়ে যায়। এসময় মায়ের কোল থেকে মিষ্টি রাস্তায় পড়ে ঘটনাস্থলেই মারা যায়।
এ ঘটনায় ওই পরিবারের মধ্যে শোকের ছায়া নেমে এসেছে।
বাংলাদেশ সময়: ০৪০৬ ঘণ্টা, এপ্রিল ২৯, ২০১৯
জিপি