ঢাকা, মঙ্গলবার, ১৭ ভাদ্র ১৪৩২, ০২ সেপ্টেম্বর ২০২৫, ০৯ রবিউল আউয়াল ১৪৪৭

জাতীয়

আশুলিয়ায় গৃহবধূর ঝুলন্ত মরদেহ উদ্ধার

সাভার করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ০৫:৩০, এপ্রিল ২৯, ২০১৯
আশুলিয়ায় গৃহবধূর ঝুলন্ত মরদেহ উদ্ধার

আশুলিয়া (ঢাকা): সাভারের আশুলিয়ায় জিরানী এলাকা থেকে ঝুলন্ত অবস্থায় জোসনা বেগম (৩২) নামে এক গৃহবধূর মরদেহ উদ্ধার করেছে পুলিশ।

রোববার (২৮ এপ্রিল) রাত ৯টার দিকে জিরানী এলাকার একটি বাসা থেকে ওই গৃহবধূর মরদেহ উদ্ধার করা হয়।

নিহত জোসনা ঠাকুরগাঁও জেলার পোরাউত নগর কালিগাঁও ডাঙ্গীর বাসিন্দা কুতুব উদ্দিনের মেয়ে।

তিনি আশুলিয়ার জিরানী এলাকায় পরিবারসহ আমীর হোসেনের বাসায় ভাড়া থাকতেন। স্বামী মঞ্জু মিয়া দিনমজুর।

নিহতের স্বজনরা জানায়, মঞ্জু মিয়া সকালে কাজে বের হয়ে যান। আর তার মেয়ে লুচি সকাল ১০টায় স্কুলে গিয়ে বিকেল সাড়ে ৪টায় বাসায় এসে দরজা বন্ধ দেখে ডাকাডাকি করে। দরজা না খুলায় চাচাতো ভাইয়ের বাসায় যায় লুচি। কিছুক্ষণ পর সেখান থেকে এসে টিনের বেড়ার ছিদ্র দিয়ে দেখতে পায় ঘরের আড়ার সঙ্গে ওড়না পেঁচিয়ে গলায় ফাঁস দেওয়া অবস্থায় ঝুলে আছে ওই গৃহবধূ। পরে সবাই পুলিশকে বিষয়টি জানায়।

আশুলিয়া থানার উপ-পরিদর্শক (এসআই) এমদাদুল হক বাংলানিউজকে বলেন, খবর পেয়ে নিহত গৃহবধূর মরদেহ উদ্ধার করা হয়েছে। প্রাথমিকভাবে মনে হচ্ছে এটি আত্মহত্যা। তবে ময়না-তদন্তের প্রতিবেদন হাতে পেলে মৃত্যু কারণ নিশ্চিত হওয়া যাবে।  

ময়না-তদন্তের জন্য মরদেহ রাজধানীর শহীদ সোহরাওয়ার্দী মেডিকেল কলেজ হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে বলেও জানান তিনি।

বাংলাদেশে সময়: ০১৩০ ঘণ্টা, এপ্রিল ২৯, ২০১৯
জিপি

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।