আশুলিয়া (ঢাকা): ঢাকা-আরিচা ও নবীনগর-চন্দ্রা মহাসড়কের আশুলিয়ার বাইপাইল থেকে নবীনগর হয়ে সাভারের সিঅ্যান্ডবি পর্যন্ত থেমে থেমে যানজট সৃষ্টি হয়েছে। এতে ভোগান্তিতে পড়েছে ওই সড়কে চলাচলরত হাজারও যাত্রীসাধারণ।
শনিবার (২৮ এপ্রিল) রাত ৯টা থেকে নয় কিলোমিটার সড়কের এক পাশের যানজট দেখা গেছে।
চালক ও যাত্রীরা জানান, এ সড়কটিতে কখনো এমন যানজট লাগে না।
যানজটের কারণে সাভার থেকে পল্লিবিদুৎ বাসস্ট্যান্ডে আসতে লেগেছে দুই ঘণ্টা। যেখানে আধা ঘণ্টারও কম সময় লাগার কথা। একে তীব্র গরম তার ওপর যানবাহনের অতিরিক্ত চাপ। এতে করে গন্তব্যে পৌঁছতে অতিরিক্ত সময় ব্যয় করতে হচ্ছে।
তাছাড়া এ সময়টিতে অনেক পোশাক কারখানা ছুটি হয়। যে কারণে অনেক পোশাক শ্রমিক গাড়িতে বসে দুর্ভোগ পোহাচ্ছেন বলেও জানান তারা।
সাভার হাইওয়ে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আবুল হোসেন বাংলানিউজকে বলেন, সড়ক উন্নয়নের কাজের জন্য সড়ক ও জনপথ (সওজ) বিভাগ সড়কের নির্মাণ কাজ চলছে। তাই হয়তো সড়কে যানজটের সৃষ্টি হয়েছে। যানচলাচল স্বাভাবিক করতে চেষ্টা চালানো হচ্ছে।
বাংলাদেশে সময়: ২২৩৩ ঘণ্টা, এপ্রিল ২৮, ২০১৯
জিপি
বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।