ঢাকা, মঙ্গলবার, ১৭ ভাদ্র ১৪৩২, ০২ সেপ্টেম্বর ২০২৫, ০৯ রবিউল আউয়াল ১৪৪৭

জাতীয়

মহেশখালীতে অস্ত্রসহ ২ ডাকাত গ্রেফতার

স্টাফ করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ০২:১০, এপ্রিল ২৯, ২০১৯
মহেশখালীতে অস্ত্রসহ ২ ডাকাত গ্রেফতার প্রতীকী ছবি

কক্সবাজার: কক্সবাজারের মহেশখালীতে পুলিশের সঙ্গে ডাকাতদের বন্দুকযুদ্ধের ঘটনা ঘটেছে। এসময় চারটি অস্ত্রসহ দুই ডাকাত সদস্যকে গ্রেফতার করা হয়েছে।

শনিবার (২৭ এপ্রিল) রাতে উপজেলার শাপলাপুর ইউনিয়নের গলাছিড়া এলাকার পাহাড়ি জঙ্গলে অভিযান চালিয়ে তাদের আটক করা হয়।

গ্রেফতার দুই ডাকাত হলেন- উপজেলার বড় মহেশখালী ইউনিয়নের ফকিরঘোনা এলাকার মৃত ছলিম উল্লাহ ছলুর ছেলে হোসেন (৩৭) ও হোয়ানক কালাগাজীপাড়ার ছদর আমিনের ছেলে লেদু মিয়া (৩৯)।

মহেশখালী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) প্রভাষ চন্দ্র ধর বাংলানিউজকে বলেন, ডাকাতির প্রস্তুতি নেওয়া হচ্ছে এমন গোপন সংবাদে রাতে গলাছিড়ার পাহাড়ে অভিযান চালানো হয়। এসময় পুলিশের উপস্থিতি টের পেয়ে ডাকাতরা এলোপাতাড়ি গুলি ছোড়ে। আত্মরক্ষার্থে পুলিশও পাল্টা গুলি চালায়। গুলিবিনিময়ের একপর্যায়ে ডাকাতরা পাহাড়ের ভেতরে পালানোর সময় হোসেন ও লেদুকে গ্রেফতার করা হয়। ঘটনাস্থল থেকে জব্দ করা হয়েছে চারটি দেশীয় এলজি ও চার রাউন্ড কার্তুজ।

ওসি আরও বলেন, গ্রেফতার হোসেনের বিরুদ্ধে অস্ত্র-মারামারিসহ চারটি ও লেদুর বিরুদ্ধে তিনটি হত্যা মামলা রয়েছে।

বাংলাদেশ সময়: ২২০৭ ঘণ্টা, এপ্রিল ২৮, ২০১৯

এসবি/একে/এসআরএস

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।