ঢাকা, বুধবার, ১২ ভাদ্র ১৪৩২, ২৭ আগস্ট ২০২৫, ০৩ রবিউল আউয়াল ১৪৪৭

জাতীয়

সাভারে বিপন্ন গন্ধগোকুল উদ্ধার

সাভার করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ২৩:৩১, এপ্রিল ২৩, ২০১৯
সাভারে বিপন্ন গন্ধগোকুল উদ্ধার কয়েক ঘণ্টার চেষ্টায় আটক করা হয় বিপন্ন গন্ধগোকুলটি। ছবি: বাংলানিউজ

সাভার (ঢাকা): সাভারের রাজাশন হাই পয়েন্ট এলাকা থেকে বিপন্ন প্রাণীর তালিকাভুক্ত গন্ধগোকুল উদ্ধার করেছে ঢাকার বন্যপ্রাণী অপরাধ নিয়ন্ত্রণ ইউনিট।

মঙ্গলবার (২৩ এপ্রিল) বিকেলে প্রাণীটি উদ্ধার করা হয়।

জানা যায়, সকালে সাভারের রাজাশন এলাকায় গন্ধগোকুলটি ঘুরতে দেখে স্থানীয়দের খবর দেন এক ব্যক্তি।

তাদের সহযোগিতায় কয়েক ঘণ্টা চেষ্টার পর প্রাণীটিকে আটক করা হয়। পরে খবর দেওয়া হয় বন্যপ্রাণী অপরাধ নিয়ন্ত্রণ ইউনিটকে।

বন্যপ্রাণী অপরাধ নিয়ন্ত্রণ ইউনিটের পরিদর্শক অসীম মল্লিক বাংলানিউজকে বলেন, খবর পেয়ে ঘটনাস্থলে পৌঁছে গন্ধগোকুলটি উদ্ধার করা হয়েছে।  

বন্যপ্রাণী অপরাধ নিয়ন্ত্রণ ইউনিটের পরিচালক মিহির কুমার দো’র তত্ত্বাবধানে গন্ধগোকুলটিকে বুধবার (২৪ এপ্রিল) গাজীপুর ন্যাশনাল পার্কে অবমুক্ত করা হবে বলেও জানান তিনি।

বাংলাদেশে সময়: ১৯২০ ঘণ্টা, এপ্রিল ২৩, ২০১৯
একে/এএ

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।

জাতীয় এর সর্বশেষ