ঢাকা, বুধবার, ১২ ভাদ্র ১৪৩২, ২৭ আগস্ট ২০২৫, ০৩ রবিউল আউয়াল ১৪৪৭

জাতীয়

খালেদার মুক্তির দাবিতে না’গঞ্জে আইনজীবীদের প্রতীকী অনশন

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ২১:১৫, এপ্রিল ২৩, ২০১৯
খালেদার মুক্তির দাবিতে না’গঞ্জে আইনজীবীদের প্রতীকী অনশন প্রতীকী অনশনে বিএনপিপন্থী আইনজীবীরা। ছবি: বাংলানিউজ

নারায়ণগঞ্জ: নারায়ণগঞ্জে বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়ার মুক্তির দাবিতে প্রতীকী অনশন কর্মসূচি পালন করেছেন গণতন্ত্র ও খালেদা জিয়া মুক্তি আইনজীবী আন্দোলনের নেতাকর্মীরা। 

মঙ্গলবার (২৩ এপ্রিল) দুপুরে জেলা আদালত প্রাঙ্গণে এ অনশন কর্মসূচি পালন করা হয়।  

অনশন কর্মসূচিতে অংশ নেন বিএনপি চেয়ারপারসনের উপদেষ্টা অ্যাডভোকেট তৈমুর আলম খন্দকার, মহানগর বিএনপির সভাপতি অ্যাডভোকেট আবুল কালাম, সহ-সভাপতি অ্যাডভোকেট জাকির, সাংগঠনিক সম্পাদক অ্যাডভোকেট আবু আল ইউসুফ খান টিপু প্রমুখ।

অনশন কর্মসূচিতে তৈমুর আলম খন্দকার বলেন, আমরা আইনি প্রক্রিয়ায় খালেদা জিয়ার জামিন চাই। কারো দয়ায় তার মুক্তি চাই না। এটি তার অধিকার। পুরো দেশ জানে, দেশের মানুষ জানে- শুধু প্রতিহিংসার কারণে সাজানো মামলায় খালেদা জিয়াকে কারাগারে কারাবন্দি করে রাখা হয়েছে।  

বাংলাদেশ সময়: ১৭১০ ঘণ্টা, এপ্রিল ২৩, ২০১৯
একে/আরআইএস/

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।

জাতীয় এর সর্বশেষ