ঢাকা, মঙ্গলবার, ১১ ভাদ্র ১৪৩২, ২৬ আগস্ট ২০২৫, ০২ রবিউল আউয়াল ১৪৪৭

জাতীয়

কুমিল্লায় সহপাঠীর ছুরিকাঘাতে স্কুলছাত্র নিহত

স্টাফ করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৯:৫৩, এপ্রিল ২২, ২০১৯
কুমিল্লায় সহপাঠীর ছুরিকাঘাতে স্কুলছাত্র নিহত

কুমিল্লা: কুমিল্লায় শহরে সহপাঠীদের ছুরিকাঘাতে মোমতাহিন ইসলাম মিরন নামে এক স্কুলছাত্র নিহত হয়েছে। 

রোববার (২১ এপ্রিল) দিনগত রাতে শহরের ঠাকুরপাড়া এলাকায় এ ঘটনা ঘটে।

মিরন কুমিল্লা সদর উপজেলার ঝাগুরঝুলি বিষ্ণুপুর এলাকার সিঙ্গাপুর প্রবাসী আবুল কালাম আজাদের ছেলে।

সে কুমিল্লা মডার্ন হাইস্কুলের অষ্টম শ্রেণির ছিল।  

নিহতের সহপাঠী ও পরিবারের সদস্যরা জানান, কয়েকদিন আগে মডার্ন স্কুলের একটি সাংস্কৃতিক অনুষ্ঠানে বসা নিয়ে মিরনের সহপাঠী আবিরের সঙ্গে সপ্তম শ্রেণির শিক্ষার্থী পল্টুর বিরোধ সৃষ্টি হয়। রাতে শবে বরাতের নামাজ পড়তে মিরন ও তার বন্ধু আবির শহরের ঠাকুরপাড়া এলাকার মদিনা মসজিদে যায়। সেখান থেকে নামাজ শেষে বের হওয়ার পর আবিরের সঙ্গে পল্টুর বন্ধু আমিনের বাকবিতণ্ডা দেখে মিরন ওই বিরোধ থামাতে এগিয়ে আসে। এসময় আমিন ও পল্টুর সহযোগিরা মিরনকে ছুরিকাঘাত করে পালিয়ে যায়।  

পরে স্থানীয়রা তাকে উদ্ধার করে কুমিল্লা মেডিকেল কলেজ (কুমেক) হাসপাতালে নিয়ে গেলে দায়িত্বরত চিকিৎসক মৃত ঘোষণা করেন।

কুমিল্লার কোতোয়ালি মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ আবু ছালাম মিয়া বাংলানিউজকে জানান, মরদেহ কুমেক হাসপাতাল মর্গে রয়েছে। এ ঘটনায় জড়িতদের আটকে অভিযান অব্যাহত রয়েছে।

বাংলাদেশ সময়: ১৫৫১ ঘণ্টা, এপ্রিল ২২, ২০১৯
আরবি/

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।